এমন ২০/৩০/৪০ লক্ষ মানুষকে শক্তিতে পরিনত না করে ভেড়ার পালের মতো কথিত শান্তিপুর্ন মিছিল-সমাবেশ করে আওয়ামীলীগের একটা কেশ উপড়ানো যাবে না।
লিখেছেন লিখেছেন জেড ইসলাম ০৫ মে, ২০১৩, ০৩:৩১:১৫ দুপুর
আজকে হেফাজতে ইসলামের ডাকে লক্ষ লক্ষ মুসলিম জড়ো হয়েছে ঢাকায়। উদ্দেশ্য দাবী আদায়ে ঢাকা অবরোধ করা। জানিনা অবরোধ কতসময়ের জন্য। সম্ভবত একদিনের জন্য। এরপর কথিত শান্তিপুর্ন সমাবেশ করে দুয়া করে কান্নাকাটি করে অবরোধের সমাপ্তি হবে।
হেফাজত নেতাদের দাবী ঢাকায় ৩০/৪০ লক্ষ মানুষ জড়ো হবে।
এমন ২০/৩০/৪০ লক্ষ মানুষকে শক্তিতে পরিনত না করে এবং সেটাকে কাজে না লাগিয়ে ভেড়ার পালের মতো কথিত শান্তিপুর্ন মিছিল-সমাবেশ করে আওয়ামীলীগের মতো একটা চরম ইসলাম বিরোধী হিংস্র দলের একটা কেশও উপড়ানো যাবে না।
এভাবে মিছিল-মিটিং করে বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় শত্রু আওয়ামীলীগের কাছ থেকে ইসলাম রক্ষার জন্য দাবী আদায় করার চিন্তা পাগলের ভাবনা ব্যতিত আর কিছু নয়।
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন