মেয়েটার সাথে আছেনতো???
লিখেছেন লিখেছেন ান্নি চৌধুরী ২০ এপ্রিল, ২০১৩, ১১:০৬:৩১ রাত
কখনো কখনো মুখরিত উচ্ছ্বাস, কখনো গল্পে মাতোয়ারা। আবার কখনো একান্ত ভাবনায় নিমজ্জিত মেয়েটি। জীবনকে নানা রঙয়ে সাজানোর স্বপ্ন দেখে পার্ল (মেয়েটির নাম)। কিছু একটা করার স্বপ্ন দেখে। কিন্তু সে যাই করুক, অন্যসবার চেয়ে সে কিছুটা ব্যতিক্রম বলে সমাজ তার নামের পাশে ‘প্রতিবন্ধী’ শব্দটা ঠিকই জুড়ে দেবে। এটা নিয়ে কেন যেন মন খারাপ হয়। পরক্ষনে ভাবে, কীইবা ক্ষতি তাতে! একজন দরিদ্র আদর্শ শিক্ষকের মেয়ে পার্ল। সম্ভবত জন্ম থেকেই শারীরিক ভাবে প্রতিবন্ধী সে। মাটিতে ভর দিয়ে দাঁড়ানোর অনুভূতি কেমন জানেনা সে। মোটেও হাটা চলা করতে পারেনা। হুইল চেয়ারেই তার চলা ফেরা। চট্টগ্রামে জন্ম তার। জীবনের নানা চড়াই- উৎরাই পেরিয়ে শহরের একটি বেসরকারী কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে সে বর্তমানে। প্রতিনিয়ত বাধা-বিপত্তি, নানান সমস্যা ইত্যাদির সাথে লড়াই করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে উঠেছিল পার্ল। একঘেঁয়ে সময়, কিছু করতে না পারা, ইচ্ছা অনিচ্ছার সংঘর্ষ আর নানান চাপ সহজ ভাবে উপেক্ষা করতে না পেরে বর্তমানে কিছুটা শারীরিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত পার্ল। তবুও হাল ছেড়ে দেয়ার মানসিকতাকে দুরে ঠেলে দিতে সংগ্রাম করে সে। পার্লের প্রায় সময় কাটে টুকটাক লেখালেখি, ছবি আঁকা, কবিতা আবৃতি, ইন্টারনেট এসবের মধ্য দিয়ে। মৃদু মন্দ গান করতে ও ভালোবাসে। স্রষ্টার অপূর্ব সৃষ্টি প্রকৃতিই সবচেয়ে প্রিয় পার্ল এর। পার্লের ইচ্ছা ছিল সে কোনো সংগঠনে জড়িত হয়ে কাজ করবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনীতি, স্বজনপ্রীতি এসবের প্রভাবে প্রভাবিত সকল প্রতিষ্ঠান গুলো। পার্ল এর ভাষায়ঃ এখন কেন জানি সবখানে অন্যের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থের দিকটাই বেশি প্রাধান্য দেয়া হয়। কল্যাণের বিনিময়ে ব্যবহার করা হয় কল্যান প্রার্থীদের।’ প্রতিবন্ধীদের নিয়ে ‘ব্রাইট স্টারস ফর দ্যা আর্থ’ নামের একটি সংগঠন গড়ার সিদ্ধান্ত নিয়েছে পার্ল। কিন্তু এ জন্য প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা, প্রেরণা এবং ভালোবাসা। বর্তমানে ফেসবুকের মাধ্যমেই যাত্রা শুরু পার্ল এবং এবং তার সংগঠনের। পার্ল এর এই সিদ্ধান্তের পরামর্শদাতা তারই মেঝো ভাই যে পার্ল এর মতোই একই রকম সমস্যায় আক্রান্ত। নিঃসঙ্গতা পছন্দ করেনা পার্ল। গন্ডির মাঝে আবদ্ধ থাকতে ভীষন মন খারাপ হয় এই ভ্রমন পিপাসু মেয়েটির। সারাক্ষণ ব্যস্ত থাকতে চায় সে। কাজ আর কাজের মধ্যে ডুবে থাকতে চায়। কিন্তু তাদের জন্য যথাযথ কর্মসংস্থানের সুযোগ কোথায়? অনেক বড় হতে চায় পার্ল। কিছু একটা করে সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। মহান করুনাময় আল্লাহ তায়ালা তাদের মধ্যেও দিয়েছেন এক অনন্য শক্তি এবং সাহস। সামাজিক, অর্থনৈতিক, পারিবেশিক সহ নানান বাধার সম্মুখীন পার্ল এর স্বপ্ন। প্রিয় পাঠক বন্ধুরা, পার্ল এর পাশে আছেনতো আপনারা? করুণা নয়, ভালোবাসা, সহযোগিতা আর প্রেরণার হাত বাড়ানো অকৃত্রিম হৃদয়ের মানূষগুলোকে পাশে চায় পার্ল। সামনে এগিয়ে যেতে পার্লের হাত ধরে পাশাপাশি রাখবেনতো তাকে? দোয়া করবেন পার্ল এর জন্য। এগিয়ে আসুন পার্ল এর স্বপ পূরণে। আপনাদের আন্তরিক ভালোবাসা আর সহযোগিতা খুলে দেবে হাজারো সম্ভাবনার নতুন দিগন্ত। পার্ল সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পার্ল এর সাথে যোগাযোগ করতে পারেন যে কেউ তার ফেসবুকে এবং সংগঠনের গ্রুপের মাধ্যমে। পার্ল এর ফেসবুক- http://www.facebook.com/sultana.pearl?fref=ts
গ্রুপে জয়েন করতে- http://www.facebook.com/groups/357264977717512/
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন