সরকারের হাত কি শেষ পর্যন্ত ব্লগারকেও তাড়া করতে পারে?
লিখেছেন লিখেছেন ভৈরবী ১২ মার্চ, ২০১৩, ১১:০৭:১৮ সকাল
সরকার যে হারে সামনে এগুচ্ছে তাতে কী মনে হয়, তারা কি শেষ পর্যন্ত ব্লগারদেরকেও তাড়া করবে?
অনেকে হয়তো জানেন শাহবাগের উত্থান ব্লগারদের থেকেই। কিন্তু এ কথা সত্য যে শাহবাগে সরকারের পক্ষে যে পরিমাণ ব্লগার আছে তার চেয়ে কয়েখ হাজার গুণ বেশী ব্লগার সরকারের জঘন্যতম কাজের ঘোর বিরোধী। এবং তারা সত্যান্বেষী বলে শাহবাগী ব্লগারদেরকেও সমর্থন করে না। যা সরকার ইতোমধ্যে টের পেয়েছে।
দেশে এত সমালোচনা হবার পরও সরকার নিজেদের মারমুখী কর্মসুচী থেকে বিরত হচ্ছে না। উল্টো দিন দিন তারা আরো বেশি আত্মঘাতী হচ্ছে। ঘটনা প্রবাহ কি শেষ পর্যন্ত ব্লাগার পর্যন্ত গড়াবে? ব্লগারগণ কি এখন থেকেই দুঃসময়ের প্রহর গুনবে? নাকি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে? সরকার তার মারমুখী আচরণ পরিহার করে শান্তির পথে ফিরে আসবে? আপনার কি মনে হয়?
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন