লিভটুগেদার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
লিখেছেন লিখেছেন নাকিব ২৯ জুন, ২০১৩, ১২:১০:৫০ দুপুর
এ সব খবর জাতির জন্য খুবই বেদনাদায়ক। সমাজে জ্বেনা বেভিচার বেড়ে গেলে ধ্বংশ অনিবার্য। আমাদের উচিত্ দায়িত্বশীল ভূমিকা নেয়া যাতে করে এ সব নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড সমাজ থেকে দূরিভূত হয়। সমাজের কোন রোগ দেখে উচ্ছসিত না হয়ে বা তার অসত্ ব্যবহার না করে সমাজ থেকে তা দূর করার চেস্টা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দায়িত্ব পালন না করলে হয়তো বা এক দিন আপন জনই উক্ত কাজে জড়িয়ে পড়বে। তখন আর কিছুই করার থাকবে না শুধূমাত্র চোখের জ্বল ফেলা ছাড়া।
সমাজে যারা দায়িত্বশীল তাদের উচিত্ সামাজিক এবং ধর্মীয় মুল্যবোধ বিনস্টকারী যাবতীয় উপায় উপকরণের সহজ লভ্যতা প্রতিরোধ করে নৈতিক এবং ধর্মীয় মুল্যবোধ শিক্ষা সম্প্রসারনের মাধ্যমে জাতিকে এ ধ্বংশের হাত থেকে রক্ষা করা।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন