জরুরী মাসায়িল- ১। মুফতী রিয়াজুদ্দীন ধর্মপুরী (মা:জি কতৃক রচিত 'জরুরী মাসায়িল' নামক বই থেকে সংগৃহিত।
লিখেছেন লিখেছেন জালাল আহমদ ২৫ জুন, ২০১৩, ০৪:১০:৩০ বিকাল
১। রাস্তার কাদা শরীরে বা কাপড়ে লাগলে হুকুম কি?
রাস্তার মধ্যে বৃষ্টি বা অন্য কোন কারণে যে পানি কাদাসহ জমে থাকে সেগুলোর কিছুটা শরীরে বা কাপড়ে লাগলে নাপাকির কোন নমুনা স্পষ্ট দৃষ্যমান না হওয়া পর্যন্ত কাপড় বা শরীর নাপাক হবে না। অবশ্য পানি বা কাদা নাপাক হওয়ার ব্যাপারে দৃড় বিশ্বাস হলে শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে। অল্প পরিমান লাগলেও তা ধুয়ে ফেলাই উত্তম। (শামী-খ:-১/পৃ:-৫৩১)
طين اشوارع عفووان ملأ اثوب للضرورة ولو مختلطا بلعذرات وتجوز الصلاة معه والعفو مقيد بما اذا لم يظهر فيه اثر النجاست _(ردالمختار-ج۱/صـ۴۶۰)
اگر یہ کیپڑ بارش کے پانی سے پیداہو اور اس میں نجاست غلاظت محسوس نہ ہو تو یہ پاک ہے۔(محمودیہ ـ ج۵/ص۲۳۷)
২/ উড়ন্ত পাখির পায়খানা শরীরে লাগলে করণীয় কি?
উড়ন্ত পাখি যদি হালাল হয় তাহলে তার পায়খানা পাক, কাপড়ে লাগলে অসুবিধা নেই। হারাম পাখির পায়খানা নাজাসাতে খফীফা । যে অঙ্গে লাগবে তার এক চতুর্থাংশের কম হলে মাফ, ধৌত করলে ভাল,না করলে ও নামায হয়ে যাবে।(হেদায়া-খ:২/পৃ:৮৪)
في بيان انجاست الغليظه : وما تذرق في الهواء فان كان ماكولا فظاهر والا فمخفف (رد المختار-ج۱/ص۲۹۷)
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন