এরা স্বাধীনতাবিরোধী পাকি দালাল।
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ০৫ নভেম্বর, ২০১৪, ০৭:৫১:১১ সকাল
জামাত শিবির যে যুদ্ধাপরাধীদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে, তার প্রমাণ পেলাম। এরা টাকা দিয়ে দেশের প্রায় সব পত্রিকা কিনে নিয়েছে। এসব পত্রিকা সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে কামরুজ্জামানের ফাঁসি ঠেকাতে চাইছে।
একটা নিউজ দেখলাম, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নামাজকক্ষ থেকে ৪ ছাত্রী আটক"
এই নিউজটা দিয়ে পত্রিকাগুলো বুঝাতে চাচ্ছে সরকার ইসলাম বিরোধী! আমার কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সারারাত পড়াশোণা করবে, মুভি দেখবে, আনন্দ করবে, তারপর শেষ রাতে ঘুমাবে। যদি কারও নামাজ পড়তে ইচ্ছে হয়, মাঝে মাঝে নামাজ পড়তে পারে। নিয়মিত নামাজ কক্ষে গিয়ে নামাজ পড়ার দরকার কী?
এরা কি বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানাতে চায় নাকি?
আরেক্টা নিউজ, "বিশ ছাত্রীর কাছে সহীহ কুরআন শিক্ষা বই পাওয়ায়, এদের হল থেকে বহিষ্কার"। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আতঙ্কিত হচ্ছি, এরা দেশটাকে আফগানিস্তান বানাতে চাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের হলে পর্যন্ত এসব জিহাদী বই নিয়ে গেছে!
…হায়, এটা নিয়ে কিছু মিডিয়া লাফালাফি করে দেখাতে চাইছে শেখ হাসিনা ইসলাম বিরোধী। এরা কি দেখে নি, প্রধানমন্ত্রী দুবাই গিয়ে মসজিদে নামাজ পড়ে, সেই ছবি ফেসবুকে আপ্লোড দিয়েছেন!
দালাল প্রথম আলোতে আরেক্টা নিউজ দেখলাম, মুনাজাতে বঙ্গবন্ধুর নামের আগে "জাতির জনক" না বলায় কলেজ শিক্ষক বরখাস্ত। এটা নিয়ে লাফালাফির কি আছে? যে লোক বঙ্গবন্ধুর নামের আগে "জাতির জনক" বলে না, সে শিক্ষক নামের কলঙ্ক। এই স্বাধীনতা বিরোধী শিক্ষকদের শুধু কলেজ থেকে নয়, দেশ থেকেই বরখাস্ত করা উচিত!
দালাল পত্রিকা গুলো, নিউজ প্রচার করছে, "মোবাইলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তথা সরকার বিরোধী গান থাকায় বাদাম বিক্রেতা ও তার ছেলে গ্রেফতার"
এইটা নিয়ে দয়া দেখানোর কি আছে আমি ভেবে পাই না! বাদাম বিক্রেতা তো একটা কুলাঙ্গার, স্বাধীনতা বিরোধী। ও মোবাইলে সরকার বিরোধী গান রেখে শান্তিপ্রিয় মানুষকে উসকানি দিতে চায়। ওকে তো ক্রসফায়ারে দেওয়া উচিত!
লক্ষ্য করে দেখুন, এই পত্রিকা গুলো এসব নিউজ প্রচার করে যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকাতে চাচ্ছে। এরা স্বাধীনতাবিরোধী পাকি দালাল। মনে রাখবেন, আমাদের মুল টার্গেট যুদ্ধাপরাধীদের ফাঁসি। নামাজ টামাজ, লোড শেডিং, কলেজ শিক্ষক এসব ফালতু বিষয়ে নজর দিয়ে বিভ্রান্ত হবেন না!
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন