ভালোবাসা কোনো পঙ্কিল শব্দ নয়, নয় কোনো নর্দমা থেকে উঠে আসা বা বস্তাপঁচা বর্ণগুচ্ছ। ভালোবাসা এক পুণ্যময় ইবাদতের নাম।

লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৪:২০ সকাল

বন্ধুত্ব আর ভালবাসার মধ্যে যথন দুনিয়াবী কোন চাওয়া-পাওয়া, নাফসের কোন কামনা-বাসনা আর জৈবিক কোন লালসার লেশমাত্র থাকে না বরং কেবলমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই নিবেদিত হয়- তখন সে বন্ধুত্ব আর ভালবাসার মাধ্যমে মানব জীবনের চুড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

--------------------------- আপনি হয়তো আগামী ১৪ ই ফেব্রুয়ারি বিশ্বভালোবাসা দিবস পালন করবেন।কিন্তু আপনি জানেন কি ভালোবাসা দিবসের পূর্ব ইতিহাস?না জানা থাকলে জেনে রাখুন এই দিবসের ইতিহাস গাথা সেই কথা। ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে (ইংরেজি: Valentine’s Day) (সংক্ষেপে ভ্যালেন্টাইন’স ডেনাম পরিচিত) একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগেরমধ্যে উদযাপিত করা হয়। এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল,চিঠি,কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিনটি উদ্যাপন করে থাকে।ইতিহাস ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার- অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন।কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীনমেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকেমৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন।খৃষ্টানজগতে পাদ্রী-সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে। যেমন: ২৩ এপ্রিল - সেন্ট জজ ডে, ১১ নভেম্বর -সেন্ট মার্টিন ডে, ২৪ আগস্ট - সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর - আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর -সেন্ট এন্ড্রু ডে, ১৭ মার্চ - সেন্ট পযাট্রিক ডে।পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরে ও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ হয়।ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা থেকে বিরত থাকার জন্যে নিষিদ্ধ ঘোষনা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়।বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে, এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।--- উল্লেখিত ইতিহাস থেকে প্রমাণিত হয় যে ১৪ ফেব্রুয়ারী পালিত বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানরা পালন করতে পারে না ।

বিভীষিকার রোজ কিয়ামতে যখন সূর্য মাথার হাতখানেক ওপর থেকে অগ্নি বর্ষণ করতে থাকবে, প্রখন তাপে মাথার মগজ গলে পড়বে, তখন সাত শ্রেণীর লোক মহা প্রভাবশালী আল্লাহর আরশের সুশীতল ছায়াতলে স্থান পাবে। তাদের মধ্যে অন্যতম হলো ওই দুই ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে, তার জন্য মিলিত হয় আবার তাঁর জন্যই বিচ্ছিন্ন হয়। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ.

‘সাত ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন নিজের ছায়া দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ন শাসক, আল্লাহর ইবাদতে নিমগ্ন যুবক, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ আর তার চোখ অশ্রু ফেলে, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের ভালোবাসায় ঝুলে থাকে, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, যে ব্যক্তিকে রূপবতী কুলীন কোনো নারী নিজের প্রতি আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি এবং যে ব্যক্তি এমন সংগোপনে সদাকা করে যে তার বাম হাত জানতে পারে না ডান হাত কী করেছে।’ [বুখারী : ৬৮০৬; মুসলিম : ২৪২৭]

আল্লাহ পাক বিশ্বের সকল মুসলমান যুবক-যুবতীকে বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহায়া-বেলাল্লাপনা দিবস পালন থেকে বিরত থাকার তাওফীক দান করুন - আমীন।

বিষয়: বিবিধ

১৫২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176122
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৩
আইমান হামিদ লিখেছেন : বিশ্ব ভালোবাসা দিবস ব্যাপারটা পুরোপুরি বাণিজ্যিক।
সাধারণত ব্ল্যাক ফ্রাইডে এবং ক্রিসমার্স বাণিজ্যের পর পশ্চিমা বিশ্বে রিটেইল ব্যাবসায় মন্দা দেখা দেয় সেই মন্দা দূর করার জন্য এই অভিনব পন্থার উৎপত্তি।

আর তৃতীয় বিশ্বে যারা এই দিবস গুলো পালন করে তাদেরকে আমার ছাগলের তিন নাম্বার বাচ্চার বেশি কিছু মনে হয় না
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৩
129317
সিরাজ ইবনে মালিক লিখেছেন : একমত,ধন্যবাদ
176123
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫১
আবূসামীহা লিখেছেন : দুনিয়ার কোথাও এটাকে "বিশ্ব ভালবাসা দিবস" বলা হয় না; বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। বাঙালীদের "বিশ্ব" শব্দটার প্রতি এক ধরণের অনুরাগ আছে মনে হয়। তাই সব কিছুতে বিশ্ব যোগ করা হয়।
শেষে আইমান হামিদের সাথে একমত হয়ে বলতে হয়ঃ
"আর তৃতীয় বিশ্বে যারা এই দিবস গুলো পালন করে তাদেরকে আমার ছাগলের তিন নাম্বার বাচ্চার বেশি কিছু মনে হয় না।"

আপনাকে ধন্যবাদ লিখার জন্য।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৭
129318
সিরাজ ইবনে মালিক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ কষট করে পড়ার জন্য।
176151
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৩
হতভাগা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৮
129342
সিরাজ ইবনে মালিক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
176171
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালবাসলে সৃষ্টিকর্তাকে ভালবাস, ভালবাসলে মাকে ভালবাস, কারণ তারাও তোমাকে নির্ভেজাল ভালবাসে, আর অন্যদের ভালবাসা ৯৫% ধোকা।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
130344
সিরাজ ইবনে মালিক লিখেছেন : একমত,ভাল লাগলো ধন্যবাদ
304402
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৯
হককথা লিখেছেন : ধন্যবাদ, যাজাকাল্লাহু খাইর।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১০
246215
সিরাজ ইবনে মালিক লিখেছেন : বারাকাললাহু ফিহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File