প্লিজ ! মৃত্যুর দিনটা তোর প্রথম হিজাবের দিন হতে দিস না !
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ১০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৯:০৪ রাত
আপু তোর মৃত্যুর পর তোকে ঠিকই হিজাব আর জিলবাজ করিয়েই কবরে শুইয়ে দেয়া হবে।এটা ছাড়া তোকে কোন সেকুলার আত্মীয়রাও কবর দিতে দিবেনা দেখিস।
তোকে আপাদ মস্তক হিজাবে মুড়ে ফেলা হবে।
তোর স্টাইলিশ জিন্স , সালোয়ার , স্কিনি কামিজ , এলোমেলো বাতাসে উড়ন্ত শাড়ির আঁচল কিংবা তোর ঝলমলে কালো চুলগুলো, কিছুই সেদিন কারো কাছে মূল্য পাবেনা।
তুই এখন যেভাবে পর্দা ছাড়া হিজাব ছাড়া চলছিস, সেভাবে কোন অবস্থাতেইতকে শেষ বিদায় দেবেনা কেউ।
তাই বোন ! তোর কাছে করজোড় আবেদন .............................................
প্লিজ ! মৃত্যুর দিনটা তোর প্রথম হিজাবের দিন হতে দিস না।
বিষয়: বিবিধ
২৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন