মিছিলে মিছিলে দুর্গের কারুকাজ !

লিখেছেন লিখেছেন মৌনতা ০৯ মার্চ, ২০১৩, ০৪:১১:২৫ রাত

দ্রোহের লাল এতটা বিশুদ্ধ, প্রজ্বলিত

অথবা আবাদি জমির মত উর্বর এত!!

জেনেছে মসজিদগামিরা, জেনে গেছে অবনত যুলেখারাও আজ !

ঠিক যেন অলৌকিক মখমল আলো কুঁড়োতেই

মিছিলে মিছিলে দুর্গের কারুকাজ।

অনেকেই পেয়েছে সে আলো, আর -

বহু আত্মার ভ্রূকুটি মাড়িয়ে গিয়ে

দ্রোহের লাল রঙ্গে সত্যের আঁকিবুঁকি দেখে

নষ্ট প্রগতির ফণা তুলে থাকা কাল সাপেরা ভীষণ অস্থির !

বাঁদিকের গলিতে লুকিয়ে ওরা যে ধ্বংসের নকসা আঁকে

ওখানেই মিথ্যার আগুনে হবে ওদের দাফন।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File