হুজুরদের নিয়ে যত ঝামেলা !!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৩ এপ্রিল, ২০১৩, ০৩:৫৬:৫৯ রাত
--------------------------
যুগ যুগ ধরে এই সব হুজুরদের নিয়ে যত ঝামেলা হয়েছে!!
আজও হচ্ছে!!
তাদের জ্বালায় লোকেরা বিনা দ্বিধায় মিথ্যা কথা বলতে পারেন না।
তাদের যন্ত্রণায় ফজরের সময় লোকেরা ঘুমাতে পারেন না।
তাদের জন্যের লোকেরা নির্বিচারে মানুষ মারতে পারেন না।
তাদের চোখ রাঙ্গানীতে চোখ বুজে মদ গেলা যায় না।
তাদের ঠেলায় লোকেরা আল্লাহকে গালি দিতে পারেন না।
তাদের কারণে অন্যেরা এসে দেশ দখল করতে পারেন না।
==========
সত্যি কথা হলোঃ
আমরা যারা আল্লাহ ও রাসূলুল্লাহ (স) কে ভালোবাসি, তারা ভালো হুজুরদেরকেও মনে প্রাণে ভালোবাসি। কারণ তারাই নবীদের উত্তরাধিকারী।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন