মুসলমান, তবে ইসলাম পন্থী নই !!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ এপ্রিল, ২০১৩, ০৪:৫৫:০৯ রাত

আমি এই ক্ষুদ্র মানুষটা অনেক দেশে ঘুরেছি, দেখেছি ও বসবাস করেছি। অনেক ধর্মের লোকদের সাথে মিশেছি, কথা বলেছি ও জেনেছি। কত দেশে কত কিছু দেখলাম বা শুনলাম। কিন্তু বাংলাদেশে এবার গিয়ে একটাকথা শুনলাম যা অন্য কোন ধর্মের লোকদের কাছে শুনিনা।

এবার কারো কারো কাছে শুনলাম- আমি মুসলমান, তবে ইসলামপন্থী নই। আমি বুঝি না, ইসলাম পন্থী না হয়ে কিভাবেই বা মুসলমান থাকা যায়? আর মুসলমান হয়েও বা কিভাবে অন্য পন্থী হওয়া যায়? বাবারে, যদি ইসলাম ভালো না লাগে তাহলে নিজকে মুসলমান বলার দরকারটা কি? এটাতো পরিস্কার মুনাফেকী। যারা ভীরু তারাই কেবল হয় মুনাফিক।

বাংলাদেশ আসলে এখন এমন একটা চরম আজগুবি দেশ, যেখানে যাচ্ছেতাই করে ও বলেও সুশীল ভদ্র হয়ে থাকা যায়।

বিষয়: বিবিধ

১৭৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File