মিশরে কারূণের অভিশপ্ত লেকে বেহেশতের পাখিরা ও এক তরুণ যুবায়ের
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ মার্চ, ২০১৩, ০৮:৫৩:০১ রাত
যুবায়ের লন্ডন থেকে কায়রোতে গিয়েছে পড়াশুনা করতে। মাত্র আঠার বছর বয়েস। গত দুই সপ্তাহ আগে তার আরেক সাথী লন্ডনী বন্ধু তাকে নিয়ে এক ভয়ানক স্বপ্ন দেখেছে- যুবায়ের সাদা কাপড় পরা। মনে হয় বেহেশতের মধ্যে বসে আছে। আর তার ওপর দিয়ে উড়ছে নানা রঙের পাখ-পাখালি।
তার এক শিক্ষকের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেনঃ এই স্বপ্নের অর্থ খুব গভীর। তাকে সাবধানে চলা ফেরা করতে বলো।
গত সপ্তাহে শুক্রবার আরো কয়েকজন বন্ধু মিলে তারা যায় কায়রো থেকে প্রায় আশি মাইল দক্ষিণ-পশ্চিম শহর ফাইউমে। কায়রোর মরুভূমি পেরিয়েই সুজলা, সুফলা, শস্য-শ্যামলা শহর ফাইয়ুম। এর দক্ষিন প্রান্তে হলো মূসা (আ) এর সময়ের বিশ্ববিখ্যাত কৃপন কারূণের বিশাল লেক বা হৃদ। এখানকার নিটোল পানি দেখলে সবারই মন চাইবে একটু নেমে সাতার দিতে।
যুবায়ের সাতার জানে না। তবুও মোহনীয় পানির টানে নেমে পড়ে লেকে। পানি দিয়ে খেলতে খেলতে চলে যায় একটু দূরে।
সেখানে পানির গভীরতা একটু বেশী।
কিন্তু যুবায়ের তলিয়ে যেতে থাকে। তার দু'বন্ধু তাকে টানতে গিয়ে তারাও তলিয়ে যাচ্ছিলো। কারণ তারাও সাতার জানে না।
পানিতে খাবি খেতে খেতে যুবায়ের চলে যায় এই মৃত্যু গহবরে।
সেখান থেকে আর উঠে আসতে পারেনি সে।
এক দিন পর ডুবিরীরা প্রায় একশত ফুট নিচে যেয়ে যুবায়েরকে খুজে পায। তার পরনেও ছিল একটা সাদা কাপড়, ছিল বসা অবস্থায়। আর আকাশেও উড়ছিল কয়েকটি পাখি।
এটি একটি বাস্তব ঘটনা। তবে, গল্পের মতই মনে হয় বলে আপনাদের সামনে নিয়ে আসা।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন