সংখ্যা লঘুরাই আজ শাসন করছেন সংখ্যা গরিষ্ঠদেরকেঃ বাংলাদেশের বর্তমান গণতন্ত্র
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৮ মার্চ, ২০১৩, ০৫:০৭:১২ সকাল
বাংলাদেশের জনগণের প্রায় ৮৭% ভাগ মুসলমান, যারা আল্লাহ, রাসূল মুহাম্মদ (স) ও কোরান-হাদীসে বিশ্বাস করেন।
অথচ মাত্র কয়েকজন নাস্তিক আজ গলা উচিয়ে মাইক নিয়ে সবাইকে আহবান করছেন- নষ্ট নাস্তিকদের কাতারে গিয়ে দাড়াতে। শুধু তাই না, তারা আল্লাহতে বিশ্বাসীদেরকে পথে-ঘাটে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আর তারাই আবার ঘোমটাপরা সরকারের কাছ থেকে যাবতীয় সম্মান ও সহযোগিতা পেয়ে যাচ্ছেন।
আমাদের দেশের গণতন্ত্র আজ এতো নিচু পর্যায়ে চলে গিয়েছে যে সংখ্যা গরিষ্ঠ লোকদের অনুভূতিতে আঘাত দিয়ে সামান্য কয়েকজন স্বঘোষিত নষ্ট লোকদের দ্বারাই পতাকা উড়ছে, দেশের ঘড়ির কাটা ঘুরছে।
তাদের কথাতেই আজ শিক্ষা ব্যবস্থায় ইসলামকে অবহেলিত করা হচ্ছে। সরকারী অফিসে-আদালতে আল্লাহর প্রকাশ্য শত্রুদেরকে মাথায় তুলে নেওয়া হচ্ছে।
এই জাতির কপালে যে মারাত্মক দূর্ভোগ আছে তা বুঝতে আর কষ্ট হবার কথা নয়। তারা বুঝতে পারছেন না যে দেশে আগুন জ্বালাতে গেলে সবাই কিন্তু সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবেন।
যদি দেশে শান্তি চান, অত্যন্ত সহজ কথা হলো- সংখ্যাগরিষ্ঠ লোকদের আশা-আকাংখার প্রতিফলন ঘটিয়ে সত্যিকার গণতন্ত্রের চর্চা করুন। ভয় পাবেন না। আপনারা দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারলে সারাজীবন লোকেরা আপনাদেরকেই ভোট দিয়ে যাবে।
========= আগের পোস্ট ছিলঃ মুক্তিযুদ্ধের চেতনাঃ কি ছিলো, আর এখন কি বলছি?? Click this link
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন