পীরের সাথে মুরীদের জুতা বদলঃ ঐশী বরকত
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৩:২৫ রাত
জেনেভাতে গিয়ে হঠাৎ করে খেয়াল করলাম- আমার পায়ের জুতা একটু বড় বড় লাগছে। জুতা খুলে দেখলাম- হ্যা, এটাই তো ক্লার্কের জুতা। জুতাটা ১০ নং । কিন্তু আমার মনে নেই আমি কি ৯ নং কিনেছিলাম নাআ ১০ নং কিনেছিলাম।
ওটা নিয়ে আর মাথা ঘামাই নি।
কাল পীর সাহেব ও আরো কয়েকজন উচ্চপদস্থ লোক অফিসে এলেন। নামাযের সময় দেখি যে ঠিকই আমার জুতার মত একটা জুতা আমার জুতার পাশে রাখা। ৯ নং। আমার পায়ে দিয়ে দেখলাম- এটাই আমার পায়ে ঠিক হয়েছে। আস্তে করে ওটা সরিয়ে রাখলাম। আর চোখ রাখলাম ঐ দশ নং জুতার ওপর। দেখি যে আমার পীর সাহেব ঐ জুতা পায়ে দিয়ে বের হলেন। উনিও মনে হলো- তার আসল জুতা ফিরে পেয়ে খুশী হয়েছেন।
আমিও উনাকে কিছু বলিনি আর উনিও আমাকে কিছু বলেন নি। হুজুরকে আমার এই ব্লগের লিঙ্কটা পাঠাব। পীরে কামেল হুজুর (শায়খ হাফিয আবু তাহের, মঠবাড়িয়া ও লন্ডন) জেনে নিশ্চয় খুশী হবেন যে উনার অজান্তেই কয় সপ্তাহ হুজুরের জুতার মাধ্যমে বিশেষ বরকত হাসিল করার সৌভাগ্য লাভ করেছি।
বিষয়: সাহিত্য
২২৫০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জুতা কাহিনী পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল।
জুতার বরকতে আপনার মনোস্কামনা পূর্ণ হোক।
জাজাকাল্লাহু খাইর।
হুজুরের সাথে টিভিতে লাইভ প্রোগ্রাম ছিলো আজ, কিন্তু উনি ব্যস্ততার জন্যে যেতে পারছেন না, ভেবেছিলাম ওখানেই বলব।
মন্তব্য করতে লগইন করুন