একটা মিষ্টি, কিন্তু নিষিদ্ধ গোপন কথার ছোট গল্প
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৪৩:০০ রাত
একটা মিষ্টি, কিন্তু নিষিদ্ধ গোপন কথার ছোট গল্প।
আমরা যারা মিডিয়াতে আসি, তাদেরকে অনেক ধরণের মানুষের সাথে 'ডীল' করতে হয়। ইচ্ছা বা অনিচ্ছায় অনেক লোকের অনেক গোপন কথা শুনতে হয়। এক মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়ের একটা সমস্যা এমনঃ
"একজন কোথা থেকে ফোন যোগাড় করে পরিচয় দিলো। কিছু কথা বললো। খুব অসাধারণ কোন মহিলা মনে হয় নি। আধা ঘন্টার আলোচনার শেষ পর্যায়ে আমতা আমতা করে বললো- আপনাকে একটা খুব গোপন কথা বলার জন্যে এতো কষ্ট করে ফোনটা যোগাড় করেছি। তা হলো- আমরা দুই বোন আপনাকে খুব ভালোবাসি। শুধু এই কথাটা বলার জন্যে।"
উনি আমার পরামর্শ চাইলেন। আমি বললাম- গোপন কথা গোপনেই থাকুক। আর এটা নিয়ে নাড়াচাড়া করবেন না। কারণ, পেটের খাবার মুখ দিয়ে বের হলে হয় তার নাম হয় 'বমি' আর অন্য জায়গা দিয়ে বের হলে তার নাম হয় '------'।
বিষয়: সাহিত্য
২৫৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ তাকে বলে দিতেন যে , এক সাথে দুইবোনকে স্ত্রী হিসেবে রাখা যায় না ।
ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন