একটু প্রেম ভিক্ষা চাই
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৯:৩৫ রাত
সত্যি, জীবনে এতো সফলতার পরও আজ নিজকে মনে হচ্ছে 'একজন ভিক্ষুক'। তাও আবার প্রেমের ভিক্ষুক।
আপনারা শুনে অবাক হচ্ছেন, তাই না? অবাক হবার কিছু না- একেবারেই সত্যি। ডঃ আবুল কালাম আজাদ মন থেকেই বলছে- একটু প্রেম ভিক্ষা চাই।
কারণ তার মনটা ভীষনভাবে তৃষিত হয়ে আছে সেই মিষ্টি প্রেমের জন্যে, যে প্রেমে সারা রাত একজন মানুষ তাঁর মাথাটা মাটিতে নুইয়ে দিয়ে শুধু কাদতেন। একটু প্রেমের জন্যে এতো আকুতি?
হ্যা, মনি-মুক্তা ছোট্ট হয়, কিন্তু তার অনেক অনেক দাম। আমি যে প্রেমের ভিক্ষা চাই, তা সকল হীরা-মনি-মুক্তার চেয়েও অনেক অনেক মূল্যবান।
আমি ভিক্ষা চাচ্ছি কেন? কারণ সেই প্রেম দাবী করে নেওয়ার মত যোগ্য আমি নই। তবুও আমি খুব লোভী সেই প্রেম পাবার জন্যে। তাই, মাথাটা নিচু করে, দু'হাত মাটিয়ে দিয়ে আমি কেদে কেদে সেই পরম প্রেমের ভিক্ষা চাই, যে প্রেমের মজা হাজার মানুষের প্রেমের চেয়ে অনেক অনেক বেশী তৃপ্তিদায়ক।
প্রভু, আমি তোমারই প্রেমের এক নগন্য ভিক্ষুক। একটু সাড়া দাও হে আমার মালিক, হে আমার রাজাধিরাজ। তোমার ভালোবাসা ও তুষ্টি পাওয়ার চেয়ে পরম শান্তি ও সফলতা বলতে আর কিছুই নেই।
বিষয়: সাহিত্য
২২৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার যতসামান্য ও যদি আললার প্রেম পাবার জন্য করতাম ,
তাহলে আললাহ হয়ত আমাদের কে দুনিয়া থেকে ই জাননাতের সংবাদ দিয়ে দিতেন ,,,,,
মন্তব্য করতে লগইন করুন