একটু প্রেম ভিক্ষা চাই

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৯:৩৫ রাত

সত্যি, জীবনে এতো সফলতার পরও আজ নিজকে মনে হচ্ছে 'একজন ভিক্ষুক'। তাও আবার প্রেমের ভিক্ষুক।

আপনারা শুনে অবাক হচ্ছেন, তাই না? অবাক হবার কিছু না- একেবারেই সত্যি। ডঃ আবুল কালাম আজাদ মন থেকেই বলছে- একটু প্রেম ভিক্ষা চাই।

কারণ তার মনটা ভীষনভাবে তৃষিত হয়ে আছে সেই মিষ্টি প্রেমের জন্যে, যে প্রেমে সারা রাত একজন মানুষ তাঁর মাথাটা মাটিতে নুইয়ে দিয়ে শুধু কাদতেন। একটু প্রেমের জন্যে এতো আকুতি?

হ্যা, মনি-মুক্তা ছোট্ট হয়, কিন্তু তার অনেক অনেক দাম। আমি যে প্রেমের ভিক্ষা চাই, তা সকল হীরা-মনি-মুক্তার চেয়েও অনেক অনেক মূল্যবান।

আমি ভিক্ষা চাচ্ছি কেন? কারণ সেই প্রেম দাবী করে নেওয়ার মত যোগ্য আমি নই। তবুও আমি খুব লোভী সেই প্রেম পাবার জন্যে। তাই, মাথাটা নিচু করে, দু'হাত মাটিয়ে দিয়ে আমি কেদে কেদে সেই পরম প্রেমের ভিক্ষা চাই, যে প্রেমের মজা হাজার মানুষের প্রেমের চেয়ে অনেক অনেক বেশী তৃপ্তিদায়ক।

প্রভু, আমি তোমারই প্রেমের এক নগন্য ভিক্ষুক। একটু সাড়া দাও হে আমার মালিক, হে আমার রাজাধিরাজ। তোমার ভালোবাসা ও তুষ্টি পাওয়ার চেয়ে পরম শান্তি ও সফলতা বলতে আর কিছুই নেই।

বিষয়: সাহিত্য

২২৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358667
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৪৮
সন্ধাতারা লিখেছেন : Salam. Very touchy writing mashallah. Almighty will listen your Heartful prayer inshallah.
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৭
297673
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আল্লাহ কবুল করুন।
358668
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : আমিন৷
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৭
297674
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন।। ইয়া আল্লাহ
358700
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৭
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমিন! জাজাকাল্লাহুল খাইরান।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৭
297675
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া
358717
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১১
বিবর্ন সন্ধা লিখেছেন : আজকাল আমরা জিএফ / বিএফ এর প্রেম পাবার জন্য যত সময় ব্যায় করি ,
তার যতসামান্য ও যদি আললার প্রেম পাবার জন্য করতাম ,
তাহলে আললাহ হয়ত আমাদের কে দুনিয়া থেকে ই জাননাতের সংবাদ দিয়ে দিতেন ,,,,,
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৮
297676
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : একেবারেই সত্য।
358829
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৮
297677
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : যেন মাওলার আরো কাছে যেতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File