বউয়ের কথা না শুনে ঠকেছি। ঠকিত চালাক আমি !!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৩ অক্টোবর, ২০১৫, ০৯:০৯:৩৯ রাত
বউকে আমি মহাজ্ঞানী মনে করি না। তাই, তাঁর সকল আদেশ, নিষেধ, পরামর্শকে আমি শিরোধার্য্য মনে করি নি কোন দিন। (তাঁর কিছু কথা কিন্তু আমি চোখ বুঝে শুনি)।
কিন্তু আজ এই মধ্য বয়েসে এসে স্বীকার করি- আমার স্ত্রীর কিছু কথা আমলে নেওয়া বিশেষ দরকার ছিলো।
আমি জানতাম- উনার কথা মূল্যবান। কিন্তু আমার রসনা ও জিহবা আমাকে উত্তাল ঢেউয়ের মত অন্যদিকে টেনে নিয়ে গিয়েছে।
বউ বলতেন- রয়ে সয়ে খাও। আহ ! চোখ ও জিহবা তো আসলেই অপ্রতিরোধ্য অংগ। গায়ে 'যুত' থাকতে অন্তত রসনা বিলাসের ব্যাপারে তারা তো বাধ মানে না।
এক সময় বন্যার মত গিলেছেন তিনি। আর এখন খরার মত উপোস।
বউ কিছু বলেন নি। তবে, আমার স্বীকার করতে 'লজ্জা' নেই- বউয়ের কথা না শুনে আমি ঠকেছি। ঠকে চালাক আমি !!
(বউ সমাজ নিশ্চয় এই লেখা পড়ে পুলকিত হবেন!! এবং মন্তব্য নিঃপ্রয়োজন)
বিষয়: সাহিত্য
২৭৬৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ...
এখনো ঠকাঠকির পর্ব আসেনি, দেদারসে গিলছি!!
খানার মজলিসে পূর্বপুরুষের নামরক্ষায় এখনো স্মরণীয় হয়ে আছি!!
মন্তব্য করতে লগইন করুন