তেল ছাড়াই মজার ডাল রান্না
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৫:০৪ দুপুর
'উনি' ছিলেন কায়রোতে। বাসায় আমি মাঝে মাঝে কিছু রান্না করেছি। এর মধ্যে ছিলো তেল ছাড়া ঐতিহাসিক মুসুরির ডাল রান্না। কি কি রেসিপি দিয়েছি তা এখন বলব না। তবে, আমি তা খেয়ে খুব মজা পেলাম।
রাতে আমেরিকাতে আমার এক বন্ধু-আত্মীয়ের সাথে বললাম- দোস্ত তেল ছাড়া ডাল রান্না করলাম, অসাধারণ লেগেছে। এ কথা শুনে তিনি খুব উচ্চস্বরে হাসলেন। তখন উনার মহামান্য স্ত্রী পেছন থেকে বলে উঠলেন- কালাম নিজের ঢোল পেটাচ্ছে।
আমি থমকে গেলাম। আমি জানি আমি মিথ্যা বলছি না। কিন্তু হতেও তো পারে- এটা আমার নিজের রান্না বলে মজা লাগছে। ভাবলাম- অন্যকে দিয়ে খাওয়াতে হবে। পরদিন সকালে অফিসে নিয়ে গেলাম বাংলাদেশী কিছু কলিগকে খাওয়ানোর জন্যে। বললাম- আমার এই ডাল দিয়ে আগে ভাত খাবেন। তা না হলে বলবেন- আগের তরকারীর তেল জিহবাতে লেগে আছে।
বিশ্বাস করুন- আমার বিশ্ববাসী ভাই ও বোনেরা! খাবার টেবিলে আমার ডাল কিন্তু অন্য তরকারীর আগেই শেষ হয়ে গেলো।
আমি দাবী করি না যে আমি খুব ভালো রাধুনী। তবে, আমার মত আনাড়ীর হাতেও যে তেল ছাড়া ভালো রান্না করা যায়, সেটা প্রমাণিত।
আমার এটা শুনে আমার আমেরিকার দোস্ত-বধু তেল ছাড়া শাক রান্না করেছেন এবং মজা হয়েছে বলে 'বর্ণনা করিয়াছেন'।
শিক্ষনীয়ঃ
'আসুন আমরা তেল মারা বন্ধ করি, তেল না দিয়েও কাজ আদায় করা যায়'।
দ্রষ্টব্যঃ
এই লেখা পড়ে হাসা নিষিদ্ধ এবং কোন প্রকার হাস্যকর মন্তব্যও করাও নিষিদ্ধ।
বিষয়: সাহিত্য
২৮৯১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
আমিও কিন্তু ঐ দুটো কাজ ভালো পারি-
(১)তেল না দিয়ে রান্না করা
(২)তেল না দিয়ে কাজ আদায় করা
আমার বিনা তেলের রান্না খেয়ে বলা দুঃসাধ্য যে ওতে মোটেও তেল দেয়া হয়নি!
আরো একটা কাজ তেলছাড়া করি-
মাথায়/চুলে তেল বা ঐ জাতীয় কিছুই ব্যবহার না করা
আলহামদুলিল্লাহ
"নিষেধাজ্ঞা পরিপালিত"
তেল ছাড়া ডাইল আর খালের পানির মধ্যে তফাৎ কি?
নিজের রান্না যেকোনো কিছুই খেতে মজা। আধা সিদ্ধ ভাতও পোলাও মনে হয়।
Good luck!
আপনাকে বাচানোর জন্যই ভাবিকে বলব - আপনার ডাল এক্কেবারে...
আমার কপালে কোনো মাতব্বরনি হননি এখনো :(
এই সেই দিনের কথা- বাজার থেকে কত্তো আগ্রহ করে লাক্কা মাছ কিনে আনলাম। রাতের ডিনারে হেতিনি খুব সুন্দর করে লাক্কা মাছ পরিবেশ করলেন আমার জন্য। আমিও অনেক দিন পর লাক্কা মাছের স্বাদ গ্রহণের জন্য যখনই মুখে ভাতের সাথে মাছের গ্রাস পুড়ে দিয়েছি তখনই বুঝতে পেরেছি আসলে তিনি লাক্কা মাছ রান্না করেননি বরং লাক্কা মাছ দিয়ে লবন রান্না করেছেন!!! পরে বুঝতে পেরেছি শুরুতেই আমি তৈল জাতীয় কিছু পরিবেশ না করার কারণে শেলিকার দায়িত্বটা তিনিই যত্নসহকারে পালন করেছেন।
তয়..আগে একখান বুয়া আছিলো...কয় তৈল চপচপ না করলে আমি রানতে পারি না!
তেল ছাড়া খাইতে খারাপ না কিন্তু নুন ছাড়া কিনা জানলাম না!!
ডালে যদি শুকনা মরিচ আর টমেটো দেন সাথে একটু গরম মশলা তবে তেল ছাড়াও ঘন করলে মজা হবেই!!!
আমার নানী-দাদীরা খাবারের কিছু কিছু আইটেম তেল ছাড়া রান্না করতেন, তাদের কাছ থেকে শিখে আমার মা ও করতেন আর এখন আমি আমার মায়ের কাছ থেকে শিখে কিছু কিছু আইটেম তেল ছাড়া রান্না করতে পাড়ি......।
মন্তব্য করতে লগইন করুন