ডঃ সালাম আযাদীর পশ্চিমে হিজরাত

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ আগস্ট, ২০১৫, ০৮:০০:২৭ রাত

আপনাদের অতি পরিচিত ও প্রিয় ব্লগার, লেখক, সুবক্তা ও অনেকগুণের অধিকারী শায়খ ডঃ সালাম আজাদী সাহেব পেশাগত কারণে ইউকের একেবারে পশ্চিমে এক সমুদ্র পাড়ের এক শহরে হিজরত করে চলে যাচ্ছেন আগামী সপ্তাহে।

জ্ঞানীদের হিজরাত হলো নবীর সুন্নাত। তিনিও সেই সুন্নাতের ধারা অনুসরণ করছেন।

লন্ডন শহর ছেড়ে গেলেও তিনি যেন ভার্চুয়াল জগতে আমাদের সাথে থাকেন সেই কামনা করি এবং উনার জন্যে দোয়া করি- তিনি যেন সফলভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এই দেশ, জাতি ও উম্মতের জন্যে আরো বড় কিছু অবদান রাখতে পারেন।

বিষয়: বিবিধ

১৫৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337348
২১ আগস্ট ২০১৫ রাত ০৮:১৭
ইবনে হাসেম লিখেছেন : কোন শহরে ভাই? এইটা কি উনার পেশাগত কারণে অফিসিয়াল পোস্টিং?
২১ আগস্ট ২০১৫ রাত ০৮:৪০
279030
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম,
চাকুরিগত স্ব-সিদ্ধান্তে।
337351
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৪
দূর্বল ঈমানদার লিখেছেন : আল্লাহ উনাকে হায়াতে তৈয়বা দান করুন এবং বেশী বেশী ইসলামের খেদমত করার তৌফিক দিন । আমিন
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৩০
279045
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
337356
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : তিনি যেন ভার্চুয়াল জগতে আমাদের সাথে থাকেন সেই কামনা করি এবং উনার জন্যে দোয়া করি- তিনি যেন সফলভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এই দেশ, জাতি ও উম্মতের জন্যে আরো বড় কিছু অবদান রাখতে পারেন।
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৩০
279046
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমিন
337362
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেখানেই থাকুন আমাদের সাথে থাকবেন এ্ই দুয়া করি।
আয়ারল্যান্ড যাচ্ছেন নাকি।
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৩১
279047
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমিন
337402
২১ আগস্ট ২০১৫ রাত ১১:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
জ্ঞানীদের হিজরাত হলো নবীর সুন্নাত। তিনিও সেই সুন্নাতের ধারা অনুসরণ করছেন।

লন্ডন শহর ছেড়ে গেলেও তিনি যেন ভার্চুয়াল জগতে আমাদের সাথে থাকেন সেই কামনা করি এবং উনার জন্যে দোয়া করি- তিনি যেন সফলভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এই দেশ, জাতি ও উম্মতের জন্যে আরো বড় কিছু অবদান রাখতে পারেন।

ধন্যবাদ।
337439
২২ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : পেশাগত কারণ বা অধিকতর ভাল থাকার জন্য দেশ ত্যাগ হিজরতের ফরমূলায় পড়ে কিনা আমার জানা নাই৷ তবে তার সাফল্য কামনা করি৷ ধন্যবাদ৷
337501
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
আফরা লিখেছেন : শেখের পোলা লিখেছেন : পেশাগত কারণ বা অধিকতর ভাল থাকার জন্য দেশ ত্যাগ হিজরতের ফরমূলায় পড়ে কিনা আমার জানা নাই৷ তবে তার সাফল্য কামনা করি ।

একমত ।
337502
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আর্থিকভাবে অধিক সক্ষমতা দ্বীনের অধিক খেদমতের পথ করে দেয়! তেমন সুযোগ গ্রহনে বা খুঁজে নেয়াতে দোষের কিছু দেখিনা!

দোয়া করি উভজাগতিক সাফল্য ও সম্মানের!
ফী আমানিল্লাহ
337524
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এক্ষেত্রে হিজরত কথাটা কতটুকু সুন্নতের মধ্যে পড়ে, জানতে পাকি কি স্যার?
অনেক ধন্যবাদ
১০
338010
২৭ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৭
প্রবাসী মজুমদার লিখেছেন : জীবন চলার পথে কত ষ্টেশন যে পাল্টাতে হয়। তবে সবচেয়ে বড় পরির্তন হল ইসলামের জন্য স্থান বদলী করা।

আল্লাহ তাকে দায়ী হয়ে কাজ করার তৌফিক দান করুন।
১১
339193
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২
349173
১০ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৩
সালাম আজাদী লিখেছেন : ঠেলা সামলাও, কেমন লাগে ভাই বোনদের ঠেলা ঠেলি। আসলাম চাকরি করতে দিলেন হিজরাত নাম। !!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File