মহান মা ও বউদের ঈদঃ ভেবেছেন একটুও?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ জুলাই, ২০১৫, ০২:৩৭:০৯ রাত
ঈদে একটা বাড়িতে সবার মুখে হাসি ফোটানোর জন্যে যে বেচারী চেষ্টা করেন, তিনি একজন নারী। হতে পারেন তিনি আপনার মা, অথবা বউ, অথবা দু'জনেই।
আপনি যখন আয়েশ করে পায়েস খান, অথবা সোফায় হেলান দিয়ে টিভি দেখেন অথবা নাক ডেকে ঘুমান, তখনো সে বেচারী কোমরে বা পায়ে ব্যাথা নিয়ে কাজ করে যাচ্ছেন। সবার শেষে তিনি বেডে যাচ্ছেন, আবার সবার আগেই উঠে পড়ছেন।
জানেন, তার আনন্দটা কোথায়? আপনি ও হাসি মুখে তাকে একটু মন-গভীর ভালোবাসা জড়িয়ে একটু প্রশংসা করুন, তার জন্যে মনভরে দোয়া করুন, বা তিনি যখন রাত জেগে আছেন তার পাশে বসে থাকুন।
কিন্তু দুঃখ, যে বেচারী বাসার ৪-১০ জন মানুষের মুখে হাসি ফুটিয়ে ঈদটা আনন্দময় করে তোলার জন্যে নিজের জান-প্রাণ কোরবান করে দেন, তাদেরকে কেউ কেউ হয়ত কিছু ভাবেনই না, তারপরও তাদের ভাগ্যে জোটে সমালোচনা।
আহারে মা বা বউ?
তারপরো তারা সবভুলে আবার সারাদিন হাসিমুখে মেহমানদারী করে যাচ্ছেন। বাইরে থেকে আসা পড়সি বা মেহমানদেরকে বুঝতেই দেন না যে এই ঈদে তাঁর বুকের মাঝে লুকিয়ে আছে কত দুঃখের আগুন।
আমরা পুরুষরা তাদের সামনে না বললেও বিশ্বাস করি তারা মহান, এবং আমরা অনেক পুরুষেরা কিন্তু অকৃতজ্ঞ। কারণ এ কথা তাদেরকে বলি না। কারণ আমরা হয়ত আরো বেশী পেতে চাই (লোভী !!??)।
(দ্বিমত করবেন? )
আগের লেখাটা ছিলোঃ বুদ্ধিজীবিদের অজ্ঞতা ও ইসলাম বিশেষ-অজ্ঞতা
বিষয়: সাহিত্য
১৭৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে যাদের স্বরন শক্তি বেশি তারা আগামী ঈদের জন্য মনে রাখতে পারেন।
ধন্যবাদ।
স্বামী-সন্তানেরা এখনো কাযা করে নিতে পারেন।
পড়ছিলাম আর ভাবছিলাম - বুঝিবা ইসলামের টুকি টাকি সম্পর্কে জানছি, অনেকটা বৃষ্টির বিকালে বুট ভাজা খাবার মত। লিখা শেষ হওয়া অবধি অপেক্ষায় ছিলাম অমন কোন আহ্বান এর - যাতে কিচেন ছেড়ে পুরুষের আংগিনায় যাবার সুযোগ পাই। বিধি বাম। ঃ)
লিখা পড়া শেষ হতে না হতেই কাকতালীয়ভাবে এই মধ্য রাতে বউয়ের ডাক পেলাম - পেয়াজ কেটে দেবার - তিনি কিনা পরোটা খাওয়াবেন মাংস দিয়ে - আপনার লিখা হতে কিছুটা মসলা মিশিয়ে হেব্বি এক ডায়ালগ সহকারে হাজির হলাম কিচেন এ। বউ একটু অবাক হয়ে তাকালো - ভাব আমি যেন অস্বাভাবিক কোন কথা বলেছি।
জাজাক আল্লাহ খায়ের।
তবে, এটা হতে হবে একেবারেই আন্তরিক। আপনি নিশ্চয় নাটকীয়ভাবে করেন নি !!
বউয়েরা যেটা করছে তার বিনিময়ে হাতিয়ে নেয় ঢেড় । ওনাদের সাফাই গাইবার আগে উনারা কি সাফাই গান স্বামীদের যে তাকে ভরণপোষন করানোর জন্য ?
উপকার করা সওয়াবের কাজ । কিন্তু এরপর খোটা দিলে সওয়াব না হয়ে গুনাহতে চলে যায় ।
ঈদে যখন আপনার আত্মীয় স্বজন মানে উনার শশুরকুল দাওয়াত খেতে আসে এবং আপনার স্ত্রীকে রান্না ঘরেই কাটাতে হয় - আপনি কি নিশ্চিত যে রাতে যখন একসাথে শোবেন তখন আপনাকে খোটা শুনতে হবে না এ নিয়ে ?
ঈদে উনাদের জন্য ব্যাপক খরচ করা হয় - শাড়ি, গহনা , কসমেটিক্স এসব খাতে । যা ঈদের খরচের দুই তৃতীয়াংশ । এটার খরচ কে দেয় ? যখন দেদারসে কিনতে থাকে স্ত্রীরা মার্কেটে গিয়ে তখন কি এটা কখনও মনে আনে যে মাসে বাকীটা সময় কিভাবে চলবে ? স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানায় কিনে দেবার জন্য , নাকি অন্য ভাবীর সাথে কমপেয়ার করে স্বামীকে সব সময় দৌড়ের উপর রাখে ?
স্ত্রীরা স্বামীর জন্য কাজ করে আগে স্বামী থেকে পাবার পর । এটা উপকার করেছে বলার চেয়ে বরং কৃতজ্ঞতা স্বরুপ করেছে বলাই শ্রেয় ।
আমাদের মধ্যে বিশেষ একটা জেন্ডারকে আগে ভাগেই শ্রদ্ধার আসনে বসিয়ে রাখার প্রবনতা লক্ষ্য করা যায় তাদের কাছ থেকে সে রকম কিছু পাবার আগেই ।
এটা নিজেদের ওজন হালকা করে দেয় , ছ্যাবলা বানিয়ে রাখে ।
ঠিক তদ্রুপ, ঈদে দেদারসে খরচের লোক আছেন, কিন্তু তাদের চেয়ে বেশী হলেন তারাই যারা বাজারেই যান না ঈদে।
আপনার ব্যক্তিগত এমন অভিজ্ঞতা আছে কি-না জানা নেই। তবে, থাকলে সেটা ভিন্ন রকম।
আর বেটারা তোমরা দাত থাকতে তো আর দাতের মর্যদা বুঝবা না। আপনার ঐ বিরক্তিকর মহিলাটা না থাকলে বুঝতেন, আপনার সংসারের শ্রীটা কি হত।
দু'জনেই তওবা করতে তো অসুবিধা নেই, কি বলেন?
আমার বউ খারাপ, কিন্তু বাবার বউ ভালো আমার মা ভালো কিন্তু আমার ছেল মা খারাপ - সত্যিই বিচিত্র !
খুব ভাল মাও দেখা গেল যে তার স্বামীকে পেরেশানীর পর পেরেশানী দিয়ে যেত । শাশুড়ীর সাথে দূর্ব্যবহার করে স্বামীকে কষ্ট দিত । শুধু মা হিসেবে সে কি পার পেয়ে যাবে ?
?
একজন বাবা তার সন্তানের জন্য হাড় ভাঙ্গা খাটুনী দিচ্ছে , বউয়ের আঁচল ধরে চলছে - কিন্তু মাকে দিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে ।
ছেলে হিসেবে সে যে জঘন্য সেটা স্বামী ও বাবা হিসেবে সে পারফেক্ট বলে পার পেয়ে যাবে ?
এখন কি করিব???
এটাই ইসলামের শিক্ষা। আমিও তাই চেষ্টা করি তবে মাঝে মাঝে স্লিপ করে পরে যাই।
অফটপিক: আপনি কি পিস টিভিতে বক্তৃতা করা ড: আবুল কালাম আজাদ?? যদি তাই হয়। তবে আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাকে মোবারকবা! না হলেও।
মন্তব্য করতে লগইন করুন