'পেটের পীড়ায় মারা গেলে শহীদ হলেও ফাসিতে ঝুললে শহীদ হবে না'
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ এপ্রিল, ২০১৫, ১২:৩৬:৪২ দুপুর
হাদীসে আছে, পেটের পীড়া যে মারা যায় সে শহীদ। এভাবে, আরো বেশ কিছু রোগব্যাধির কথা হাদীসে বলা হয়েছে তাতে ভুগে মারা গেলে তারা শহীদ হবেন। তার মানে তারা শহীদের মর্যদা পাবেন।
অথচ আজো আমাদের কিছু 'মহাপন্ডিত' প্রশ্ন তুলেছেন - দ্বীনের কারণে ফাসিতে ঝুলে কেউ মরলে শহীদ হবেন কি-না?
বিষয়: রাজনীতি
১৩৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিনা কারণে একজনকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা. তেনারা এই হত্যাকান্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বলে শোনা যায় না । আর মজলুমরা যে তেনাদের ক্ষমা করে দিয়েছেন সেটাও শোনা যায় নি ।
বান্দার হক বান্দা মাফ না করলে সেটা আল্লাহও মাফ করবেন না ।
দুনিয়াতে উনারা শাস্তি পেয়েছেন এবং পাবেন এখন আখেরাতে তো আরও ভয়াবহ পরিস্থিতি হবে তেনাদের।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : সূরা ৫:৩২- এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।কিন্তু তার পরের আয়াতেই বলা হয়েছে :
সূরা ৫:৩৩- যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
এটা কি ধরনের শান্তির বুলি? আল্লাহ ও তাঁর রসূল কে তোয়াজ করতে হবে কেন, পৃথিবীতে কি আর কোন ধর্ম, তত্ব, আদর্শ, সংবিধান নেই??
আল্লাহ তাদেরকে ক্ষমা করে শহীদী মর্যদা দান করুন আমীন।
মন্তব্য করতে লগইন করুন