'পেটের পীড়ায় মারা গেলে শহীদ হলেও ফাসিতে ঝুললে শহীদ হবে না'

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ এপ্রিল, ২০১৫, ১২:৩৬:৪২ দুপুর

হাদীসে আছে, পেটের পীড়া যে মারা যায় সে শহীদ। এভাবে, আরো বেশ কিছু রোগব্যাধির কথা হাদীসে বলা হয়েছে তাতে ভুগে মারা গেলে তারা শহীদ হবেন। তার মানে তারা শহীদের মর্যদা পাবেন।

অথচ আজো আমাদের কিছু 'মহাপন্ডিত' প্রশ্ন তুলেছেন - দ্বীনের কারণে ফাসিতে ঝুলে কেউ মরলে শহীদ হবেন কি-না?

বিষয়: রাজনীতি

১৩৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315966
২০ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
257003
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
315986
২০ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪১
হতভাগা লিখেছেন : স্যার , উনারা বিনা কারণে মুসলমান ভাইদের হত্যা করেছিল ।

বিনা কারণে একজনকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা. তেনারা এই হত্যাকান্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বলে শোনা যায় না । আর মজলুমরা যে তেনাদের ক্ষমা করে দিয়েছেন সেটাও শোনা যায় নি ।

বান্দার হক বান্দা মাফ না করলে সেটা আল্লাহও মাফ করবেন না ।

দুনিয়াতে উনারা শাস্তি পেয়েছেন এবং পাবেন এখন আখেরাতে তো আরও ভয়াবহ পরিস্থিতি হবে তেনাদের।
২০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩২
257004
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আচ্ছা !!
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
257046

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : সূরা ৫:৩২- এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।

কিন্তু তার পরের আয়াতেই বলা হয়েছে :
সূরা ৫:৩৩- যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।



এটা কি ধরনের শান্তির বুলি? আল্লাহ ও তাঁর রসূল কে তোয়াজ করতে হবে কেন, পৃথিবীতে কি আর কোন ধর্ম, তত্ব, আদর্শ, সংবিধান নেই??
315991
২০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৩
ছালসাবিল লিখেছেন : মধ্যমপন্থা অবলম্বন ই শ্রেয়। তবে আল্লাহর কাছে দুআ করতে কৃপণরাই কার্পন্য করে।

আল্লাহ তাদেরকে ক্ষমা করে শহীদী মর্যদা দান করুন আমীন।
Day Dreaming Day Dreaming
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:০৭
257138
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তবে আল্লাহর কাছে দুআ করতে কৃপণরাই কার্পন্য করে।
316000
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। চমৎকার একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। এসব তথাকথিত পাণ্ডিত্য ব্যক্তিবর্গের জন্য দোয়া ও আফসোস করা ছাড়া আর কী বা করার আছে?!!! লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:০৭
257139
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
329875
১৪ জুলাই ২০১৫ রাত ০৩:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,অনেক অনেক ধন্যবাদ ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File