শক্ত মুমিন মানবের কাছে ধূর্ত শায়তান দানবের পরাজয়
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৮ এপ্রিল, ২০১৫, ০৫:১১:৪৪ সকাল
একজন মুমিনের পরীক্ষা চলে প্রতিটা মুহূর্ত; প্রতিদিন, প্রতি বছর, আমৃত্যু।
এই পরীক্ষা হলো মূলত বিশ্বাসে ও কর্মে।
শায়তান চায় আমাদের গভীর ও নিখাদ বিশ্বাসের ছন্দ পতন ঘটিয়ে একটা দূর্ঘটনা ঘটিয়ে তামাশা দেখতে।
সে আরো চায় মুমিনের কর্মে পংকিলতা ঢুকিয়ে দুর্গন্ধময় করে দিতে।
মুমিন কখনও অরক্ষিত থাকতে পারে না। পারে না কখনো পরিপূর্ণ আপদ মুক্ত থাকতে।
প্রতিটা মুমিনের পরীক্ষা হয় তার ইমানের ওজন বুঝে।
একজন দূর্বল মুমিন ও শায়তানের মাঝে দূরত্ব থাকে অনেক কম। তাই সে সামান্য পরীক্ষাতেই পরাস্ত হয়ে যেতে পারে।
কিন্তু একজন উঁচুমানের মুমিন ও শায়তানের মাঝে দূরত্ব থাকে অনেক বেশী। তাই শয়তান তাকে ঘায়েল করতে নিয়ে আসে কঠিন বিপদ, এমন কি ভয়াল মৃত্যু-দানব।
কিন্তু তবুও এই দানব উচু মানবের কাছে হয় পরাজিত। এখানেই শক্ত মুমিনের সফলতা।
বিষয়: সাহিত্য
১৪৪৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুমিনের জন্য ঈমানজাগানিয়া এই নসীহা মূলক পোস্টটিরজন্য আন্তরিক শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!
চমৎকার শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ্
জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন