..... মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা বরং আরো শংকার বিষয়।

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৪ এপ্রিল, ২০১৫, ০৫:৪৮:৪৩ সকাল

খবর বেরিয়েছে যে ২০৭০ সালের দিকে ভারতে মুসলমানরা নাকি সংখ্যা গরিষ্ঠ হবেন এবং ধর্মতাত্ত্বিক সংখ্যার দিক দিয়ে দুনিয়ায় মুসলমানরাই হবেন বেশী।

এতে আমাদের মনে হয় খুশী হবার কিছু নেই। কারণ, ইসলামটা তো সংখ্যার বিষয় নয়; এটা হলো তাদের ইমান, আমলের বিষয় ও ইনসাফের বিষয়।

আজ আমাদের মধ্যে অনেক মুসলমান আছেন যারা হাসতে হাসতে আরেক মুসলমানের গলা কাটেন। যাদের হাত ও জিহবা থেকে আরেক মুসলমান একটূও নিরাপদ নন। এই ধরণের মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা বরং আরো শংকার বিষয়।

মুসলমানদের সংখ্যা কম থাকুক; কিন্তু এমন মুসলমান হোক যারা আরেক মুসলমানকে নিজের ভাইয়ের মত বা তার চেয়ে বেশী আপন ভাববেন।

অমুসলমানরা তাদেরকে মনে করবেন শান্তি, আস্থা, ভালোবাসা ও নিরাপত্তার আধার।

আমরা চাই এমন মুসলমান যারা হবেন এই দুনিয়ার জন্যে রহমত ও করুণার ফল্গুধারা।

বিষয়: রাজনীতি

১৪১৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312824
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৫৬
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুধু শিরোনাম দেখে নয়, ভেতরের লেখাটা ভালো করে পড়েই মন্তব্য করবেন, দয়া করে।
312833
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু-ছাগল এর মত!
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫০
253819
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
312838
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০০
আহমেদ ফিরোজ লিখেছেন : নতুন নতুন যারা ইসলাম গ্রহন করছে তারা কিন্তু পাকা ইমানদার হিসেবেই হচ্ছে এবং থাকছেও। সমস্যা হলো আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের নিয়ে, দিন দিন অধ:পতনে যাচ্ছি...
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৫
253820
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বংশগত মুসলমানরাই ইসলাম ও মুসলমানদের বেশী ক্ষতি করছি। ফিরোজ ভাই ঠিকই বলেছেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৯
253821
আহমেদ ফিরোজ লিখেছেন : আমিন
312855
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
ভাইয়া আপনার সাথে সহমত প্রকাশ করছি! মহান আল্লাহ যেন খাঁটি মুসলমানের সংখ্যাই বাড়িয়ে দেন, তারা যেন দুনিয়ার জন্য নিরাপত্তার চাদর!
আমিন ছুম্মা আমিন!
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
253920
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমরা যেন তেমন হতে পারি।
312856
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :
মুসলমানদের সংখ্যা কম থাকুক; কিন্তু এমন মুসলমান হোক


কালিমা বললেইতো মুসলমান হয়ে যাবে না, প্রকৃত মুসলমান হতে আল্লাহর নিকট পরিপূর্ণরূপে নিজেদে সপে দিতে হবে। সে দিক বিবেচনায়, সংখ্যা যতই হোক, কোয়ালিটি বাড়লেই কেবল বলা যাবে, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
253921
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তাই, একমত
312864
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১১
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আগামী শতাব্দীই হবেই ইসলামের জয় জয়কার , আবার ভারত শাসন করবে মুসলমানরাই ইনশাআল্লাহ
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৬
253918
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তবে, তা যেন না হয় শোষনের।
312870
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। মুসলমানদের মন, মনন, চিন্তা ও বিবেক জাগরণী অসাধারণ একটি লিখা। Good Luck Thumbs Up Good Luck
পড়ে ভীষণ ভালো লাগলো। Thumbs Up Cheer Thumbs Up আমাদের প্রত্যাশা তাই মুসলমান ভাই বোনদেরকে সংখ্যা গরিষ্ঠতার পাশাপাশি ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধরণের অন্যায় ও জুলুম নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ন্যায়ের ঝাণ্ডা উড়িয়ে সর্বস্তরে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। Rose Rose Love Struck Love Struck Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck Rose

০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৫
253917
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া। আপা, যাইতুনের জন্যে আরো লেখা চাই।
312915
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৮
দ্য স্লেভ লিখেছেন : মুসলিমের গুনগত মান বজায় থাকুক। তথাকথিত মুক্তকনা,সুশিল হয়ে উঠলে তার সংখ্যায় কিছু এসে যায় না। মুসলিমরা যখন সংখ্যায় নগন্য ছিল,তারা ব্যপক বিজয় পেয়েছে। তাদের কোয়ালিটি ছিল
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৫
253916
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : খুব সুন্দর বলেছেন।
312985
০৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাংলাদেশেও মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু শাসক শ্রেনীর অমুসলিম কর্মকান্ডে বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠরাই সংখখালঘু!!!

তবে মুুসলিম বাড়ার খবরে আমি অত্যন্ত খুশী।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:২১
253992
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কিন্তু শাসক শ্রেনীর অমুসলিম কর্মকান্ডে বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠরাই সংখখালঘু!!!
সুন্দর বলেছেন।
১০
313191
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৫
তিমির মুস্তাফা লিখেছেন : সালাম! আমাদের সৌভাগ্য, অনেক দিন পরে দেখছি আপনাকে !
কেউ ধারে কাটে, কেঊ ভারে কাটে। সংখ্যাধিক্য অভিশাপ নয়, আশীর্বাদ; - বিশেষ করে ‘ভোটের তন্ত্রে ! ‘ক্যানন-ফডার’ দেরও একটা প্রায়োগিক মূল্য রয়েছে! আর এই তথাকথিত ‘গলাকাটা মুসলিম’রা নিজেদের ভুল বুঝে তওবা করে নিলে - সমস্যার তো সমাধান হয়ে যাবে, নয় কি?
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩১
254320
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভোটের রাজনীতি করেই তো আমাদের অবমূল্যায়ন হচ্ছে বেশী।
আপনার মতামতের জন্যে অনেক ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩২
254321
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভোটের রাজনীতি করেই তো আমাদের অবমূল্যায়ন হচ্ছে বেশী।
আপনার মতামতের জন্যে অনেক ধন্যবাদ।
১১
313333
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
আশাবাদী যুবক লিখেছেন : মুসলমানদের সংখ্যাকে বৃদ্ধিকে আমি শংকার মনে করিনা ৷ শংকার বিষয হল মুসলমানদের মধ্যে ভাতৃত্ব কমে যাওয়া ৷
আমি চাই মুসলমানদের সংখ্যা ও বাতৃত্ব দুটোই বৃদ্ধি পাক ৷
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৮
254323
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমিও মূলত সে কথাই বলতে চেয়েছি। আপনি আসলেই আশাবাদী লোক।
ধন্যবাদ।
১২
313516
০৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৫
সালাম আজাদী লিখেছেন : হুমম, ভাবনার বিষয়। তবে সব সময় কি এইটে ছিলো না?
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
254558
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Winking
১৩
313525
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:০৮
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
254559
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১৪
314057
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১৪
শিহাব আহমদ লিখেছেন : হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (সাঃ) বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর প্রকৃত মু'মিন সেই ব্যক্তি যার নিকট থেকে লোকজন তাদের জান ও মাল সম্পর্কে নিরাপদ মনে করে। (তিরমিযী ও নাসায়ী)।
১১ এপ্রিল ২০১৫ রাত ০৪:২৮
255192
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File