স্ত্রী বন্ধু হবে কেন? স্ত্রী তো স্ত্রীই !!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪১:৪২ রাত

আচ্ছা বলুন তো- স্ত্রী আবার বন্ধু হতে যাবে কেন? স্ত্রী তো স্ত্রীই। (স্ত্রীকে যারা গোলাম ভাবে তারা এক বিকৃতজাতের মানুষ। )

তিনি বন্ধুর চেয়েও অনেক কাছের ও মূল্যবান। স্ত্রী হলেন আমার সন্তানদের মা। মায়ের মূল্য বন্ধুদের চেয়েও অনেক অনেক কাছের।

আমার স্ত্রী আবার আমার নাতি-পুতিরও দাদী-নানী। স্ত্রী আমার নিজেরও আপন, আমার ছেলে-মেয়েদেরও আপন, আমার নাতি-পুতিদেরও আপন- সারাকালের আপন। কিন্তু বন্ধু আমার এতো আপন নয়, আপন নয় আমার আপনদের। বন্ধু তো সারা জীবনই বন্ধু, এর বেশী কিছু নয়, তাও তিনি বন্ধু শুধু আমার; আমার ছেলে-মেয়েদেরও না।

তাই আমরা একান্ত কাছের অতি আপন স্ত্রীকে বন্ধুর সাথে তুলনা দিয়ে যেন স্ত্রীকে খাটো না করি। স্ত্রীকে যা বলা যায় বন্ধুকে তা বলা যায় না। স্ত্রীকে যত কাছে পাওয়া যায় বন্ধুকে তত কাছে পাওয়া যায় না।

তাই, স্ত্রীর সাথে বন্ধুর তুলনা দেওয়া নিখুঁত সাহিত্য-বিচার নয়।

(এটা কিন্তু আমার স্ত্রীকে খুশী করার জন্যে লিখি নি, লিখেছি সকল স্ত্রীদের মহান মর্যদা ফুটিয়ে তুলতে। তবে প্রকাশের আগে উনার মুচকি হাসি-ভেজা সম্মতি নেওয়া হয়েছে।)

আমার আগের লেখা ছিলোঃ

আত্ম-সমালোচনাঃ আমার দর্শন আছে, নিদর্শন নেই

বিষয়: সাহিত্য

২১৬৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306309
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৯
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : তাই আমরা একান্ত কাছের অতি আপন স্ত্রীকে বন্ধুর সাথে তুলনা দিয়ে যেন স্ত্রীকে খাটো না করি। স্ত্রীকে যা বলা যায় বন্ধুকে তা বলা যায় না। স্ত্রীকে যত কাছে পাওয়া যায় বন্ধুকে তত কাছে পাওয়া যায় না।

জটিল প্রশ্ন। তবে মুমিন'দের বেলায় বিষটি ভিন্ন। কোন স্ত্রীকে কি বলতে যায়ে কি বলবেন, শেষমেষ সতিন'দের মাঝে না জানি গোলমান বেঁধে যায়।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৪
247932
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অবৈধ গার্লফ্রেন্ডদের চেয়ে সতীনদের বিষয়টা জটিল নয়, হরিণী।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৩
247933
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : যথার্ত বলেছেন! একটি বাজে জিনিসকে আরেকটি বাজে জিনিস দিয়েই ডিফেন্ড করতে হয়।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৮
247934
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : প্রথমটাকে বাজে বলে স্বীকার করেছেন দেখে সুখ লাগছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৩১
247937
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : সুখ লাগা খারাপ কিছু না। এবার অন্তত মুমিন আবর্জনা ঝেড়ে মানুষ হওয়ার চেষ্টা করেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৯
247966
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : খাটি মুমিন হলে খাটি মানুষ হওয়া যায়।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
247971
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মুমিনরা যে কতটা খাঁটি তা বোকোহারাম, আইসিস, তালেবান দেখেই বুঝা যায়। নাকি?
306331
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : স্ত্রীদেরই খুব কমন ডায়লগ : আমরা কি ভালো বন্ধু হতে পারি না ?

সাধারণত কোন ছেলে মেয়ে যদি বন্ধুত্ব হয় সেখানে দেখা যায় যে চাইনিজে যাওয়া , কিছু গিফট কিনে দেওয়া , বই/নোটস্‌ জোগাড় বা ফটোকপি করে দেওয়া - এসব ছেলে বন্ধুটিকেই করতে হয় । হয়ত ছেলেটি মেয়েটিকে প্রেমিকা পরে বউ হিসেবে পাবে বলেই এরকম ছ্যাবলামী করে থাকে ।

মেয়েরা এসব ভালই বোঝে । কিন্তু তারা ছেলেদের মত বোকামী করে না । তবে ছেলেটিকে নাকে দঁড়ি দিয়ে ঘুরিয়ে নিজের কার্য সিদ্ধি করতে তারা ওস্তাদ । যখন ছেলেটি এসব বুঝতে শুরু করে তখনই সে বন্ধু পাল্টায় । এখানে তার কোন কৈফিয়ত নেই যে, সে ছেলেটির কাছ থেকে নিয়ে গেল ঠিকই কিন্তু দেবার সময় সটকে পড়লো ।

বিয়ে কিন্তু পারষ্পরিক দায়িত্ব ও কর্তব্যের ব্যাপার । ছেলে বন্ধুদের কাছ থেকে পেতে পেতে আর না দিতে দিতে মেয়েদের এই স্বভাব গড়ে উঠেছে যে ছেলে মেয়ে সম্পর্ক হচ্ছে ''ছেলে শুধুই দেবে আর মেয়ে শুধুই পাবে'' - এরকম কিছু একটা ।

বিয়ে যেহেতু মেয়েটির একটা ছেলের সাথেই হয় সেহেতু সে এটাকে বন্ধুত্বের মতই মনে করে যাতে তাকে ছেলেটি(স্বামীর)র জন্য কোন দ্বায়িত্বই পালন করতে না হয় ঠিক যেমনটা সে করে এসেছে ছেলে বন্ধুদের সাথে ।

সব কিছু তো সে তার একজন ছেলে বন্ধুদের কাছে পায় না । একেক জনের কাছ থেকে একেক রকম সুবিধা পায় । কিন্তু সব ছেলে বন্ধুও তো আর ছ্যাবলা হয় না । ইদানিং কিছু কিছু ছেলে চালাক হতে শিখেছে । তারাও একাধিক মেয়ে বন্ধু রাখে । আখেরে এই চালাকি কোন কাজেই আসে না কারণ , মেয়েদের সাথে যে কোন সম্পর্কে জড়ানো মানেই টাকা খসানো।

স্বামীর কাছ থেকে স্ত্রী সব কিছু পায় এবং পেতে এনটাইটেল্ড মেয়েরা । দিতেও এনটাইটেলড ।

কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে সেক্স ছাড়া আর কিই বা দিতে পারে ?

যে কোন সম্পর্কে কিছু পেতে হলে কিছু দিতে হয় বা দেবার যোগ্যতা/মানসিকতা থাকতে হয় । না হলে সে সম্পর্ক টেকে না ।

২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪০
247950
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সবাইকে বুঝতে হবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৩
247960
সত্যলিখন লিখেছেন : আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ “আমার কাছ থেকে মেয়েদের সাথে সদ্ব্যবহার করার শিক্ষা গ্রহণ কর। কেননা নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা। অতএব তুমি যদি সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলার সম্ভাবনা রয়েছে। আর যদি ফেলে রাখ তবে বাঁকা হতেই থাকবে। অতএব, নারীদের সাথে ভালো ব্যবহার কর।” (সহিহ বুখারি ও সহিহ মুসলিম, রিয়াদুস সালেহীনঃ ২৭৩।)
306336
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্ত্রি যদি বন্ধু হতো!!
তবে অনেক সমস্যাই কমে যেত।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪০
247951
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কমপক্ষে বন্ধু
306338
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্ত্রি কে আপনি বললে বন্ধুত্ব হবে কি করে??
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৬
247963
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এটা আসলে মনের ব্যাপার।
306356
২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৭
সালাম আজাদী লিখেছেন : স্ত্রী বন্ধু হবে, মাথা খারাপ নাকি? বন্ধু তো বাইরের লোক কে বলে, স্ত্রী শারীকাতুল হায়াত, জীবন সংগিনী। তবে বন্ধুত্ব হলে দাম্পত্য জীবনে রোমান্টিকতা বেশি থাকে। যেমন টা আমরা আপনাদের দুইজন কে দেখি। তিনি আপনার স্ত্রী, আবার বন্ধু আবার বাচার মা..... মাশাআল্লাহ।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৭
247964
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অমূল্য সময়ের কিছুটা নিয়ে অমূল্য মন্তব্য করার জন্যে অনেক অনেক শুকরিয়া।
306375
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
সত্যলিখন লিখেছেন : সত্যলিখন লিখেছেন : আমি লিখাটা দিয়েছি শুধু স্বামীর আনুগত্যের ধোহাই যারা দাসী বান্দীর মত উঠতে বসতে বউ পিটায় আরআমার মজলুম বোনেরা কেদে বুক ভাসায়েও স্বামী সন্তানের সাথে পড়ে থাকে তাদের জন্য।আর আপনার টা সারা বিশ্বের উচ্চ মর্যাদার আসনে বসা মুসলিম লেবাসের আড়ালে গন্যমান্য হয়েও জঘন্য ব্যবহার দিয়ে নিজের পরিবারের সাথে করা ব্যক্তিদের জন্য। সবাই যদি এই মনোভাবের হয় তা হলে আর আমাদের সমাজে কোন স্বামীর নির্যাতনের স্বীকার হতে হত না।দুনিয়াটা জান্নাতের একটুকরা বাগান হয়ে যেত।


২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৮
247965
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার উদ্যোগকে আল্লাহ পাক কবুল করুন।
কথাটা ঠিকই বলেছেন।
306379
২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৫
306697
০১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার উদ্যোগকে আল্লাহ পাক কবুল করুন।
কথাটা ঠিকই বলেছেন আপুনি। পুরুষের মধ্যে যারা এমনটি করে তাদের সু-বুদ্ধি হোক
০২ মার্চ ২০১৫ রাত ০২:১৬
248223
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
306822
০২ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck Rose Rose অনেক ধন্যবাদ
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫
248390
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
১০
307218
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

লগ-ইন না করেই পড়েছিলাম- তখন মন্তব্য করতে পারিনি!

"স্ত্রী"র অবস্থানটি এমন- যার হাতে আমার আখেরাতের ফায়সালার "গোয়েন্দা-রিপোর্ট"! অন্য কিছু দিয়েই এর সমান হবেনা!

জাযাকুমুল্লাহ...
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:১০
248614
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
১১
307488
০৬ মার্চ ২০১৫ দুপুর ০১:১০
হলদে ডানা লিখেছেন : একটি হাদিস পড়ে আনন্দে থ হয়ে গিয়েছিলাম।


হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিণি বলেন, "আমার বন্ধু স. বলেছেন..."

আমি আরবীতে কাচা, কিন্তু যিনি অনুবাদ করেছেন তিনি নিশ্চয়ই কাচা নন।
১২
330924
২১ জুলাই ২০১৫ সকাল ০৫:২০
সময়ের সাক্ষী লিখেছেন : মারহাবা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File