নতুন বছরের বাণী ও বোধ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ জানুয়ারি, ২০১৫, ০৫:৫৮:৫৩ সকাল

আপনাদের কাছে হয়ত অনেক বিরস মনে হতে পারে। কিন্তু অনেক চিন্তা করে দেখেছিঃ

আমাদের কাছে প্রতিটা মুহুর্তই মূল্যবান; ৩১শে ডিসেম্বর আর ১৫ই জুন- সমান মূল্যবান।

সময়ের উদযাপন নয়, চাই সফলতার উদযাপন। কিন্তু কিয়ামতের আমি কি জানি আমি সফল?


আসলেই জানি না। আপনারা অনেক ভালো মানুষ। হয়ত অনেকেই নিজেদের সম্পর্কে নিশ্চিতভাবে জানেন- আপনারা কিয়ামতে পার পেয়ে যাবেন।

কিন্তু আমি গোনাহগার-বোকা জানি না- কি হবে আমার। জানি না- জানি না সফলতার খাতায় কি আছে। তাই অনেকেই যখন হাসছেন- আমি তখন অঝোরে অশ্রু ঝরিয়ে চলেছি।

বিষয়: সাহিত্য

১৭৭১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298488
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:০৮
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এই মন্তব্যটি আল্লাহ পূজারী বিশ্বাসীদের জন্যে। আগুনপূজারী অবিশ্বাসীদের জন্যে নয়। অবিশ্বাসীরা এখানে কোন মন্তব্য না করলে খুবই খুশী হব।
298491
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৪
চোরাবালি লিখেছেন : সময়ের উদযাপন নয়, চাই সফলতার উদযাপন। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
241699
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
298511
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
হতভাগা লিখেছেন : বছর আসবে , বছর যাবে । এটা আমার কাছে একটা দিন পার হয়ে আরেকটা দিন আসলো , এরকমই ।

এতে এরকম এক্সাইটেড হবার কোন মানে দেখি না ।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
241700
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এতে এরকম এক্সাইটেড হবার কোন মানে দেখি না ।
298536
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৪
241701
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও।
298540
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একটা তারিখে কিইবা আসে যায় যদি মানুষটা পরিবর্তন না হয়? কি নিয়েই বা এত আনন্দ হৈ হুল্লোড় যদি আমার জীবন থেকে একটা বছর ঝরে যায় অথচ আমি সাফল্যের এক পাও কাছাকাছি পৌঁছতে না পারি?
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৪
241702
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপা, খুব সুন্দর বলেছেন।
298541
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির অনেক ভাল লাগল।
আমরা সময় কে নিয়ে এত ব্যাস্ত যে পরিনিতির চিন্তা একবারেই করিনা।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৫
241703
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সেটাই দরকার।
সচেতনতা বাড়ানো দরকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File