নতুন বছরের বাণী ও বোধ
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ জানুয়ারি, ২০১৫, ০৫:৫৮:৫৩ সকাল
আপনাদের কাছে হয়ত অনেক বিরস মনে হতে পারে। কিন্তু অনেক চিন্তা করে দেখেছিঃ
আমাদের কাছে প্রতিটা মুহুর্তই মূল্যবান; ৩১শে ডিসেম্বর আর ১৫ই জুন- সমান মূল্যবান।
সময়ের উদযাপন নয়, চাই সফলতার উদযাপন। কিন্তু কিয়ামতের আমি কি জানি আমি সফল?
আসলেই জানি না। আপনারা অনেক ভালো মানুষ। হয়ত অনেকেই নিজেদের সম্পর্কে নিশ্চিতভাবে জানেন- আপনারা কিয়ামতে পার পেয়ে যাবেন।
কিন্তু আমি গোনাহগার-বোকা জানি না- কি হবে আমার। জানি না- জানি না সফলতার খাতায় কি আছে। তাই অনেকেই যখন হাসছেন- আমি তখন অঝোরে অশ্রু ঝরিয়ে চলেছি।
বিষয়: সাহিত্য
১৭৭১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতে এরকম এক্সাইটেড হবার কোন মানে দেখি না ।
আমরা সময় কে নিয়ে এত ব্যাস্ত যে পরিনিতির চিন্তা একবারেই করিনা।
সচেতনতা বাড়ানো দরকার
মন্তব্য করতে লগইন করুন