শিশু হত্যাকারীরা মুসলমান নয়
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:০২:২৩ দুপুর
জানি না কারা আসলে এই নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করেছে। যারাই করুক এরা অন্তত মুসলমান হতে পারে না। কোন মুসলমান এমন জঘন্য কাজ করতে পারেন না।
আমরা এই জঘন্যকাজের নিন্দা জানা
এই ধরণের লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলের নৈতিক ও ইমানী দায়িত্ব।
তবে, যারা গোপনে গোপনে এসব কাজের ইন্ধন দিচ্ছেন তাদের মুখোশও উন্মোচিত হওয়া দরকার। তারাও মানবতার শত্রু। এদেরকেও আমাদের মন উজাড় করা ধিক্কার।
যারা ছোট খাটো বিষয় নিয়ে মিছিল-মিটিং করতে ভালোবাসেন তারা কি এই জঘন্য কাজের নিন্দা করে একটা মিছিল বের করতে পারতেন না?
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ওরা যে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ইহুদী অথবা এথিস্ট নন সেটা নিশ্চিত। ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
What Pakisthan army and US army is doing in Wajiristhan is also a crime! I would say this was a consequences of what pakistha army is doing since last few years in Wajiristhan, khaiber and in other tribe area!
এটা কোনভাবেই ইসলাম সমর্থিত নয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করা জরুরি।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনি একটি কথাই বারবার ছাপিয়ে ঘ্যানর ঘ্যানর করছেন। খুব বিরক্তিকর, এটা বুঝেন তো?মানুষ তো ইসলাম থেকে শিখতে চায়। দাবি করা হয়- "ইসলাম আল্লার মনোনিত একমাত্র সত্য ধর্ম, শান্তির ধর্ম, উম্মার ধর্ম, নারী মুক্তির ধর্ম, ইসলামে শিশু হত্যা হারাম, মানুষ হত্যা হারাম, সব মুসলমান ভাইভাই, .... এমন অনেক চটকদার কথা।"
কিন্তু ভাইজান, বৃক্ষের পরিচয় ফলে। পাকিস্তানী সৈন্যরা মর্দে মুসলমান, টিটিপি জেহাদীরাও মুসলমান। ওনারা সবাই কোরান বুঝেন, হাদিস বুঝেন, নবীর জীবনী বুঝেন। কিন্তু তারপরও ওদের নিজেদের মাঝে এত কাইজ্যা ফ্যাসাদ কেন! অবস্থা এমন হয়েছে যে এখন ইসলামের শত্রু(তথাকথিত) কতল করার জন্য ইহুদী-নাসারা-ভারতের পিছে লাগার দরকার হয় না। কোরাণের আলোয় আলোকিত মুসলমানরা একে আপরকে কতল করে ইসলাম কায়েমের জন্য যথেষ্ট। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন