আগামী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের ৫ কোটি মানুষ খৃষ্টান হয়ে যাবেন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৭:২২ রাত
আগামী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের প্রতি ৩ জনের একজন হয়ে যাবেন খৃষ্টান- এই মিশন নিয়ে নেমেছেন বাংলাদেশের খৃষ্ট ধর্ম প্রচারকরা।
এ বিষয়ে অনেক লোক হর্ষক তথ্য দিয়েছেন অধ্যাপক ডঃ আব্দুল্লাহ জাহাংগীর। মাসিক যাইতূনের ৩য় সংখ্যায় এ সম্পর্কে বিস্তারিত আসছে, ইনশাআল্লাহ।
ইন-শা-আল্লাহ, আরো থাকবে ডঃ আজাদীকে লেখা ১৬ হাত লম্বা চিঠির কিছু অংশ।
মাসিক যাইতূনের ২য় সংখ্যা বের হয়েছে ঝকঝকে চার রঙ্গা গ্লোসী পেপারে ১২০গ্রামের শক্ত কভারে। আপনার কপির জন্য যোগাযোগ করুন (মাত্র ২ পাউন্ড বা সমমূল্য) বাংলাদেশে অনেক কম মূল্যে। ।
আগের লেখা ছিলোঃ ডঃ আজাদীকে লেখা আমার ১৬ হাত লম্বা চিঠি...
বিষয়: সাহিত্য
১৮৫০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের হেফাজত করুন।
কারণ বাংলাদেশের মুসলমানরা নামে মুসলমান , কাজে নয় । খৃস্টানদের সপ্তাহে একবার উপাসনালয়ে যাবার বিষয়টি তাদের অনুপ্রানিত করে , মুসলমানদের মত সপ্তাহে ৩৫ বারেরটা মোটেও তাদের পছন্দ নয় ।
যাদের আচার , আচরণ এবং সংষ্কৃতির প্রায় সবই ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক তারা ইসলাম ধর্মের বাইরে আগেই আছে ।
এটা ছবিটা খেয়াল করুন , একটু ভালভাবে খেয়াল করুন । যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশুনা করছে তাদের যদি এই হাল হয় তাহলে সারা দেশের মানুষের কি অবস্থা একটু ভেবে দেখুন।
পড়ার ইচ্ছায় রইলাম।
মন্তব্য করতে লগইন করুন