কিভাবে মানুষের প্রকৃত ভালোবাসা পাবেন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৬:২৮ রাত
আমরা সবাই চাই যে লোকে বা কেউ না কেউ আমাকে ভালোবাসুক। কিন্তু ক'জনে সে ভালোবাসা পায়?
যারা ভালোবাসার সৃজককে ভুলে সৃষ্টির ভালোবাসা খোঁজেন তারা প্রকৃত ভালোবাসা খুঁজে পান না। বা পেলেও তা হয় সাময়িক।
কিন্তু ভালোবাসার সৃজককে আগে গভীরভাবে ভালোবাসলেই কেবল মানুষের কাছ থেকে খাঁটি ও স্থায়ী ভালোবাসা পাওয়া যায়।
গোপনে গোপনে আল্লাহকে মন- প্রাণ দিয়ে ভালোবাসুন, দেখবেন আপনার অজান্তেই অনেকেই আপনাকে গভীর ভাবে ভালোবাসবেন এবং তা হবে স্বার্থহীন, মধুর ও দীর্ঘকালীন।
আগের লেখা ছিলোঃ স্বামী-স্ত্রী ঝগড়া বন্ধের 'মলম'
বিষয়: বিবিধ
১৯৫৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ পোষ্ট আন্তরিক-ব্যাঞ্জনা-সৃষ্টিকারী, ধন্যবাদ।
১০০% পাসেন্ট সঠিক কথা। আমার কিছু দ্বীনি ভাই আছে যারা আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাও আবার নিঃশ্বার্থ ভাবেই। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের মাঝে বন্ধন বাড়িয়ে দিন আমীন।
====
আপনাকেও অনেক ভালোবাসি শায়খ নিঃস্বার্থ না স্বার্থ নিয়ে। স্বার্থ হচ্ছে কোরআন ও সহীহ হাদীসের জন্য।
অযাথা হাসি
নো হাসি
হারিকেন হাসি "/> "/> "/> "/>
ডিম হাসি
তারকা হাসি
হাতুড়ি হাসি
গিফট হাসি
গুড হাসি
=====
সব হাসি আপনার জন্য তবে হারিকেন হাসিটা ছাড়া
আল্লাহকে ভালবাসলে সৃষ্টি ও ভালবসবে।
ভালাবাসা
মুই এক্কান ভাল বাসা পাইতাম চাই। মাগার কেউ আমারে ভালা এক্কান বাসার খোজ দিবার হারে ন। কান্দে ঝোলা, হাতে আগুনের ফানুস নিয়া রাইত দিন হার ওয়াক্ত ভালা এক্কান বাসা খুজে ফিরি। কেন্তু কোত্থাও পেলুম না আইজতক। হগলেই ভাল বাসার নামে যা সন্ধান দিচ্ছে সবগুলাতেই ভেজাল আর গ্যাঞ্জামে ভরা। অতি চালাক একজনে খবর দিলো দামী এক ভালবাসার। চকচকে, তকতকে মার্বেল পাথর আর ক্বীমতি ইনস্ট্রুমেন্ট দিয়ে দীর্ঘ ২২ বছর হাজার শ্রমিকের পরিশ্রমের বিনিময়ে তৈরী স্বর্গীয় টুকরা সদৃশ এক ভালবাসার! কেন্তু যে মিয়া বিবি এত্তো সুন্দর ভালবাসার বন্ধনে বানাইলো হেতারা নিজেরাই চিরস্থায়ীভাবে থাইকবার হারলো না সেথায়। মুই খুইজ্যা দেখলুম হেতারগোরে। মাগার পাইলুম না কোথাও। শুধু লোকমুখে শুনি হেতারগো নাম। তাদের শেষ ঠিকানায় আশ্রয় নিতো অইলো সাড়ে তিন হাতের বাসায়। বুইজবার পারলুম না হেতারা সেতায় সূখে আছে নাকি দুঃখে আছে।
কত্তো মানুষ কত রকমের ভালবাসার সন্ধান দিলো। মাগার একডাও পছন্দ হচ্ছে না। ভাল এক্কান বাসা পাওনের জন্য মুই কিছু কন্ডিশন দিলুম। যেখানে ডুকতে হারলে কিয়ামত পর্যন্ত যেন বেচে থাকি, এমন ভালবাসা চাই যেখান কিছু ভক্ষণের ১২ ঘন্টা পর যেন আবার তা ত্যাগ করতে না হয়। একান্ত যদি ত্যাগ করতেই হয় ভক্ষণের সময় যেভাবে শুস্বাদু এবং সুগন্ধিযুক্ত খেয়েছি সেভাবেই যেন ত্যাগ কইরবার পারি। কেন্তু ত্যাগের সময় নাকে হাত দিয়ে রাইখবার লাগে দূর্গন্ধের কারণে। এমন ভালবাসা চাই যার অভ্যন্তরিণ পরিবেশটা যেন হয় কুনো জামা পরিধান করার পর দিনের পর দিন, মাসের পর মাস ধরে যেন চকচকে তকতকে একদম ফ্রেস থাকে। যেখানে থাকবে না কোন ধরনের ঘামের গন্ধ। সেভেন স্টার হোটেলের সন্ধান দিলো একজন। খুবই মনোমুগ্ধকর পরিবেশ সেখানে। হাতের ইশারা, চোখের ইশারা বডি ল্যাংগুয়ের সবকিছুই সেখানে কার্যকর রয়েছে। কিন্তু সেখানে গিয়েও পশ্চাতের পায়ু পথের গ্যাসের চাপটা বন্ধ রাখা সম্ভব হলো না। মুই এক্কান ভালাবাসা চাই যেখানে কোন ধরনের চাপ থাকবে না। কেউ দিবার পারলো না এক্কান ভালবাসার। মনে অয় কেউ দিতেই পাইরতো ন এক্কান ভালবাসার সন্ধান। নিজের ভালবাসা নিজেকেই তৈরী করণ ছাড়া উপায় দেখছি না।
আচ্ছা ওস্তাদ! মুই নিজের ভালবাসা নিজেই তৈরী কইরবার চাই। এর গিল্যা কি কি উপাদান সংগ্রহ করণ লাইগবো?
মন্তব্য করতে লগইন করুন