মাসিক যাইতূনের জন্যে লেখা চাই

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ আগস্ট, ২০১৪, ০৫:০৯:৩৮ সকাল

আসসালামু আলায়কুম,

মাসিক যাইতূনের ২য় সংখ্যার ডিজাইনের কাজ চলছে। এই সংখ্যা হবে বিশেষত হজ্জ ও কোরবানী নিয়ে। তবে অন্য যে কোন ভালো বিষয় নিয়ে লেখা যাবে। আমরা এখনও লেখা নিচ্ছি। আমাদের সম্মানিত লেখকদেরকে ২২ই আগস্টের মধ্যে

ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি।

আগের সংখ্যার লেখা পড়ার জন্যে দয়া করে ভিজিট করুনঃ

http://www.zaitun.org.uk

অনেক ধন্যবাদ ও সালামান্তে

(ড) আবুল কালাম আজাদ,

সম্পাদক, মাসিক যাইতূন, লন্ডন

বিষয়: সাহিত্য

১৩৫৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255787
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:০১
কাহাফ লিখেছেন : সবাই কে সাড়া দেয়ার আহবান জানাচ্ছি.......
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫২
199774
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক শুকরিয়া, ভাইজান
255805
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৬
গ্রামের পথে পথে লিখেছেন : যাইতূন কি?
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৪
199388
কাহাফ লিখেছেন : পোস্ট টা পড়লে বুঝতেন...একটা মাসিক ম্যাগাজিন। শাব্দিক ভাবে...একটা ফলের নাম।
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৫
199392
গ্রামের পথে পথে লিখেছেন : যাইতূন কেন! বাংলাদেশে কি ফলের নামের অভাব আছে?
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫২
199775
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এই ফল সবাই খেতে পারে। নাম নয়, কাম ও অর্থটাই বড়।
255808
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৪
নূর আল আমিন লিখেছেন : যাযাকাল্লাহ
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৩
199776
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও
255814
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৪
কামরুল আলম লিখেছেন : কবিতা চলবে?
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৩
199777
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অবশ্যই চলবে। আজই পাঠিয়ে দিন, প্লিজ।
255815
১৯ আগস্ট ২০১৪ সকাল ১০:১২
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallahu khair.
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৪
199779
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার একটা লেখা পেলে ধন্য হতাম।
255844
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৫
199780
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : গ্যাঞ্জাম খানের একটা নিয়মিত কলাম থাকলে ভালোই হতো মনে হয়।
255847
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : খুব ইচ্ছে থাকলেও ছুটিতে এসে যেন সব লন্ড ভন্ড হয়ে গেছে। বাসে কিংবা টেক্সিতে চলতে চলতে রাস্তায় গড়ে উঠা প্রতিটি গর্তে আছাড় খেতে খেতে যেন কোমরের ব্যথ্যায় নুইয়ে পড়া এক নতুন রোগীতে পরিণত হয়েছি।

ধন্যবাদ আপনার এ শুভ উদ্যোগকে। সাথে আছি।
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৫
199781
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : জেদ্দাতে পাঠানো হয়েছে। হোসাইন ভাইয়ের কাছে আছে। অনেক ধন্যবাদ।
255852
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৫
সুশীল লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৬
199782
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
255896
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এগিয়ে যান........ আল্লাহ্ আপনাদের প্রকাশনাকে সত্যের উপরে অটল রাখুন...... Praying Praying
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৬
199783
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File