মাসিক যাইতূনের জন্যে লেখা চাই
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ আগস্ট, ২০১৪, ০৫:০৯:৩৮ সকাল
আসসালামু আলায়কুম,
মাসিক যাইতূনের ২য় সংখ্যার ডিজাইনের কাজ চলছে। এই সংখ্যা হবে বিশেষত হজ্জ ও কোরবানী নিয়ে। তবে অন্য যে কোন ভালো বিষয় নিয়ে লেখা যাবে। আমরা এখনও লেখা নিচ্ছি। আমাদের সম্মানিত লেখকদেরকে ২২ই আগস্টের মধ্যে
ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি।
আগের সংখ্যার লেখা পড়ার জন্যে দয়া করে ভিজিট করুনঃ
http://www.zaitun.org.uk
অনেক ধন্যবাদ ও সালামান্তে
(ড) আবুল কালাম আজাদ,
সম্পাদক, মাসিক যাইতূন, লন্ডন
বিষয়: সাহিত্য
১৩৫৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার এ শুভ উদ্যোগকে। সাথে আছি।
মন্তব্য করতে লগইন করুন