ইমানদারদের বেইমানীঃ যায়োনিস্টদের চেয়েও ভয়াবহ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৯ আগস্ট, ২০১৪, ০২:৫৫:০৮ দুপুর

আমাদের সমস্যা শুধু গাযা, বা ইরাক বা সিরিয়া নয়।

আমাদের সমস্যা অনেক। যেমনঃ

এই দুনিয়ার সবচেয়ে অসুস্থ, দূর্নীতিগ্রস্থ ও অব্যবস্থাপনাপূর্ণ দেশগুলোর তালিকায় মুসলমানদেশগুলো।

মানুষের ওপর নির্যাতন, বিনা বিচারে হত্যা-গুম মুসলিম দেশগুলোতেই।

অশিক্ষা-কুশিক্ষার পরিমাণ মুসলিম দেশগুলোতেই বেশী।

নোংরামী-নষ্টামীর পরিমাণ মুসলিম দেশগুলোতেই বেশী।

অন্যায়-অবিচার-জুলুম মুসলিম দেশগুলোতেই বেশী।

এগুলোর জন্যেও কি আমরা ইহুদী নাসারাদেরকে দোষ দিব?

এগুলোর জন্যে দায়ী আমাদের মুসলমান নেতা-শাসক ও সাধারণ জনগণের 'বেইমানী', পারস্পারিক বিভক্তি ও দায়িত্বহীনতা। এগুলোই আমাদেরকে সবচেয়ে বেশী ক্ষতি করছে ও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

মুসলমানরা একসময় ছিলেন এই দুনিয়ার গর্ব- শ্রেষ্ঠ জাতি, সেটা হয়েছিলো বিশুদ্ধ ইমান ও আমলের কারণে, কোরআন-হাদীস অনুযায়ী জীবন চালানোর জন্যে।

আমরা আজ নিপতিত ইমানের আলো ও কোরআনের মৌলিক শিক্ষা ও চরিত্র থেকে দূরে সরে যাওয়ার জন্যেই।

তাই বলি-

ইহুদী-নাসারা-মুশরিক-নাস্তিকরাই নন, আমাদের নিজেদের 'বেইমানী' ও কোরআন বিমুখতাই আমাদের সবচেয়ে বড় শত্রু।

মুক্তি পেতে হলে ভেতরের শত্রুকেও জয় করতে হবে। খাটিভাবে কোর আন-সুন্নাহ'র পথে আসতে হবে ও লোকদেরকে ডাকতে হবে।

== শব্দার্থঃ 'বেইমানী' মানে বিশ্বাসঘাতকতা বুঝানো হয়েছে।

বিষয়: আন্তর্জাতিক

১৮০৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252549
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০২
আনোয়ার আলী লিখেছেন : ভালো লাগলো
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০২
196640
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
252551
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৪
196642
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া। ইমানের আলোই আমাদের আসল শক্তি।
252558
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
এনামুল হক এনাম লিখেছেন : চমৎকার লিখেছেন, আপনার প্রতি শুভেচ্ছা রইলো । ভালো থাকুন।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৯
196646
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ধন্যবাদ।
আপনাকেও।
252563
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৩
আহমদ মুসা লিখেছেন : মুসলিম দেশগুলোর যারা পরিচালক, শাসক-প্রশাসক, রাজা-বাদশা যে নামেই তারা অবিহত হোক না কেন তাদের অপশাসনই মূলত অসুস্থ্য ও দুর্নীতিপরায়ন পরিবেশ তৈরীতে অবদান রেখেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এ যাবত কালের ইতিহাসে নজর দিলে বুঝা যায় আজকের উন্নত দেশের যেসব এলিট সোসাইটির সদস্য গনতন্ত্রের ইউনিফর্ম পরিধান করে নীতি বাক্য আউড়াতে থাকেন তারাই এক সময়ে মুসলিম জনপদে ইসলামের প্রকৃত ধারক বাহকরা যেন সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এক কথায় মানবগোষ্ঠীর সুষ্ঠ বিকাশের ক্ষেত্রে যেসব সেক্টর রয়েছে তাতে যেন নেতৃত্বের আসনে বসতে না পারে তারই চক্রান্তের সফল বাস্তবায়ন হচ্ছে আজকের মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশের হাল আমলের অবস্থা।
তার সাথে যোগ হয়েছে মুসলিম সমাজ চিন্তাবিদদের অদুরদর্শিতার যোগফল। আমরা যদি চিন্তা করি ভারতীয় উপমহাদেশে বৃটিশরা আসার আগে মুসলমানরাই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল। পরবর্তীতে বৃটিশকে তাড়ানোর পন্থা হিসেবে ইংরেজী চর্চার প্রতি নিষেধাজ্ঞা আরোপ অমুসলিরাই করেনি। আমেদেরই আকাবেরদের ফতোয়াই এক্ষেত্রে ভূমিকা রেখেছে। এর ফলে মুসলমানদের পরিনতি কি হয়েছে সবার জানা।
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
196662
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ঠিক বলেছেন।
শুকরিয়া।
252564
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
ইবনে হাসেম লিখেছেন : ঐ হাদিসটির কথাই মনে পড়ে বার বারঃ একদা রাসূলুল্লাহ (সাঃ) ও সাহাবীরা একটি যুদ্ধ থেকে ফিরছিলেন। তখন তিনি সাহাবাদের লক্ষ্য করে বললেন,"আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি"। সাহাবারা প্রশ্ন করলেন সেটা কি? তখন হুজুর (সাঃ) বললেন, "নফসের বিরুদ্ধে জিহাদই হলো বড় জিহাদ।"
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৫
196663
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এটা বড় জিনিস।
252568
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মিস্টার শয়তান সাহেব অন্যন্যা জাতির কাছ থেকে অবসর নিয়েছে। তাদের মধ্যে ঈমান নামক জিনিসটা না থাকার কারণে শয়তান মশাইয়ের ব্যবসা বানিজ্যও সেখানে মন্দাভাব চলে আসছে দীর্ঘদিন থেকে। শয়তানের বিভিন্ন কর্মসূচী ও দায় দায়িত্ব তারা নিজেরাই ভাগাভাগি করে নিজেদের কাধের উপর তুলে নিয়েছে। সংক্রিয়ভাবেই শয়তানের কর্মকান্ড জেনারেট হয়ে আসছে সেখানে। যেমন ভারতে নরাধম মোদিরাই এখন শয়তানের সোল এজেন্ট হয়ে গুজরাট, কাশ্মির, আসাম প্রভূতি রাজ্যে আন্তরিকতার সাথেই পালন করে যাচ্ছে। বার্মা এবং চীনেও সমানতালে চলছে শয়তানের কর্মসূচীর বাস্তবায়ন। অপর দিকে পশ্চিমাদেরকে আল্ট্রা মডার্ণ করতে করতে ক্বাউমে লুতকেও অতিক্রম করাতে পেরেছে শয়তান মশাই। এশিয়ান দেশগুলোও এক্ষেত্রে পিচিয়ে নেই। চর্তুদিকে শয়তানের জয় জয়কার অবস্থা।
এক্ষেত্রে বাদ সেধে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে। মুসলমানদের কাছে যেহেতু একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঈমান নামক অস্ত্র আছিল সেহেতু শয়তানের কোন প্রতিনিধি এক্ষেত্রে সফল হওয়ার সম্ভবনা না থাকার কারণে স্বয়ং মহামতি শয়তান মশাই নিজেই দায়িত্ব নিয়েছেন মুসলিম দেশ ও জনপদে তার কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য। যেহেতু শয়তান মশাইয়ের সরাসরি তত্বাবধানে মুসলিম দেশ ও জনপদ পরিচালিত হচ্ছে বর্তমানে সেহেতু প্রায় দেড়শকোটি মুসলিমের বর্তমানে কি অবস্থা তার সঠিক ধারণা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এমন গ্যাঞ্জাম লেগেছে যে, সঠিক ডাটা পাওয়াও কারো পক্ষে সম্ভব হচ্ছে না।
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
196664
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : গ্যাঞ্জাম বাদ দিয়ে আসুন নিজের সংশোধিত হই।
অন্যের ওপর দোষ চাপানোর আগে নিজেদের ওপর দোষ চাপাই।
252572
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : শুধু ভাল কথাই বললেন ! সংশোধন কি আদৌ হবে কখনো !!
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
196665
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সংশোধিত হতে হবে আমাদের।
252579
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম। মূল্যবান পোষ্টটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
196730
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সময় নিয়ে পড়ার ও মন্তব্য করার জন্যে ধন্যবাদ।
252624
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
সজল আহমেদ লিখেছেন : লেখকের সাথে সহমত ।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
196732
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : দ্বিমত থাকলেও আপত্তি করতাম না।Happy
১০
252625
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
গ্রামের পথে পথে লিখেছেন : @ আজাদ ভাই, আপনি বলেছেন ; আমাদের নিজেদের 'বেইমানী' ও কোরআন বিমুখতাই আমাদের সবচেয়ে বড় শত্রু

কিন্তু আমার তো মনে হয় মুসলিমদের অতি কোরান ভক্তিই তাদের অধঃপতনের কারন। এই আপনারাই তো বলেন fasted growing religion. জুম্মার নামাজে মসজিদে মুসুল্লির ভিড় উপচেপরা। আল কায়দা, তালেবান, আইএসআই, হামাস, বোকোহারাম.....এরা কি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি নিয়েই থাকে তো এই তালেবানদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের টুডেব্লগে আপনি/আপনারা কয়টি পোষ্ট দিয়েছেন?? ফেসবুক, ব্লগ............ সবই তো ইসলাম আর ইসলাম। আপনি নিজেও খাঁটি কোরাণ ভক্ত। এরপরও বলবেন মুসলিমদের অঃধপতনের কার কোরাণ বিমুখতা?
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
196734
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : গ্রামের পথে গ্রাম, জানি না আপনি নিজে মুসলমান কি-না। খোজ নিয়ে দেখুন তো কতজন মুসলমান কোরান বুঝে পড়েন বা কোরান অনুযায়ী আমল করেন?
মুসলমানরা আজ কোরান বিমুখ হয়ে গিয়েছে।
তালেবানদের বিরুদ্ধে সোচ্চার হবার আগে যারা তালেবান সৃষ্টি করেছিলেন তাদের কথা কেন বলেন না?
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৬
196771
গ্রামের পথে পথে লিখেছেন : আবারও ভুল বল্লেন @ আজাদ ভাই। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত, অক্ষরজ্ঞান সম্পন্য। তাছাড়া ঘরেঘরে কম্পউটার প্রযুক্তির অভাবনীয় সহজলভ্যতার কারনে মানুষ এখন যে কোন দেশে, যেকোন ভাষায় কোরান-হাদিস বুঝে অধ্যয়ন করতে পারে। আগে বরং নিরক্ষর দাদী-নানীর কথাতেই কোরাণের গন্ডি সীমাবদ্ধ ছিল।

আর, পশ্চিমারা তো তাদের স্বার্থে দেখবেই। যেমন আপনি মুমিনের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝেন্না। কিন্তু তার চেয়ে বড় কথা- পশ্চিমারা কিন্তু আপনার মত কোরান-হাদীস চর্চা করা মানুষ গুলোকেই তালেবান বানিয়েছে। ভিয়েৎনাম, উত্তর কোরিয়া থেকে লোক ধরে এনে তালেবান বানায় নি।

উত্তর দিন।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪১
201727
জীবন রাহমান লিখেছেন : মুসলমানদের কামড়া-কামড়ীর কারনেই "গ্রামের পথে পথে"দের মুখ আজ এতো বড়! দোয় অন্যকে দোষ দিয়ে লাভ কি?
১১
252632
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রয়োগিক ইসলামে অনভ্যস্ত মুসলিমরা যেন আজ তাকে বন্দী কোরানের চেয়ে আবু জেহেলের নীতিকেই জীবনের একমাত্র পথ হিসেবে বেচে নিয়েছে। যারা ইসলাম বুঝে বলে তারা নিজ ঘরেই বন্দী। উদারতাহীন, স্বার্থপরতা সংকীর্নমনা সবই যেন এদের পেয়ে বসেছে। ধন্যবাদ।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
196735
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আনোয়ার ভাই, একেবারেই ঠিক বলেছেন।
১২
252788
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৩
ইমরান ভাই লিখেছেন : ইসলামের মুসলিম নামধারী মুনাফিকরা এতবেশি আমাদের ক্ষতি করছে যে এখন মুসলিম আর মুনাফেক চিনতেও যথেষ্ট বেগ পেতে হয়।

আমরা এমন হয়ে গেছি কোন একটা সংবাদ পেতেই সাথে সাথে গালাগালি শুরু করি যাচাই ছাড়াই। অথচ গালি দেয়া মুনাফেকের লক্ষণ। (বুখারী)

এমনও পোস্ট দেখলাম যেখানে সাউদি মুফতি সাহেবের কথা না বুঝেই তাকে "শায়তান" "মুনাফেক" "দালাল" আরোও বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি করেই চললো অনেক ব্লগার।

আফসোস হয় এরখম স্বল্পজ্ঞানী মানুষদের জন্য যারা ইসলামরে ই ও যানে না তবে গালাগালিতে ওস্তাদ। আর আমি নিশ্চিত এরাই মুনাফেক। কেননা হাদিস তার স্বাক্ষ্য দেয়।

জাজাকাল্লাহু খায়রানা শায়খ।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৪
196980
ইমরান ভাই লিখেছেন : এখানে দেখেন গালাগালি কাকে বলে Click this link এরা আবার নিজেকে মুসলিম দাবি করে!!!!
পুরাই হাস্যকর Happy
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
197008
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কোন ভালো মুসলমান আরেক মুসলমান, এমনকি অমুসলমানকেও গালি দেয় না, দিতে পারে না।
এটা ভুল এবং সংশোধিত হওয়া দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File