বাংলাদেশের 'আলেমরা' কি ইয়াতিমের মতই অসহায়?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ জুলাই, ২০১৪, ০৪:১১:১৩ বিকাল
রমজান মাস এলে বাংলাদেশে ইফতার মাহফিলের হিড়িক পড়ে যায়। সকল রাজনৈতিক দল এই মাহফিলের আয়োজন করেন। করুক।
কিন্তু একটা বিষয় আমাকে একটু পীড়া দেয় তাহলো- বড় বড় রাজনৈতিক নেতারা প্রতি বছর ইয়াতিমদের সাথে শুধু আলেমদেরকে নিয়েই ইফতার মাহফিল করেন।
বাংলাদেশের আলেমরা কি আসলে ইয়াতিমের মতই অসহায় যে তাদেরকে এভাবে গুচ্ছযুক্ত করে নিতে হবে সব সময়?
নাকি এর মানে এই যে বাংলাদেশের আলেমরাই শুধু ইয়াতিমদের অভিভাবক ও বাবার ভূমিকা পালন করেন?
আমি অন্যান্য কিছু দেশে দেখেছি যে আলেমরাই এতিমদের জন্যে ইফতার মাহফিল আয়োজন করেন।
বাংলাদেশের অনেক আলেমরাও তো এগুলো করেন বলে আমার জানা আছে, কিন্তু সেগুলো মিডিয়াতে আসেনা। কারণ তারা সেখানে বড় বড় নেতাদেরকে দাওয়াত দেন না, মনে হয়।
আসলে যদি শুধু আলেমদেরকে নিয়েই আলাদা আরো সম্মানজনক ভালো মাহফিল হতো তাহলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরো সুন্দরভাবে প্রকাশিত হতো।
যারা মনে প্রাণে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা রাখেন তারা আলেমদেরকে অনেক উচু আসনে রাখেন ও সম্মান করেন। কারণ, এই দুনিয়ায় আলেমরাই নবীর প্রতিনিধি।
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য
#আমাদের আলেমদেরকে খালেদা জিয়া এতিমদের
চেয়ে বড় বেশি কিছু মনে করে না।
এজন্য প্রতিবছর এতিমদের সাথে এই কথিত
আলেমদের ইফতারের আয়োজন করা হয়।
আর এই কথিত আলেমেরাও এতিমের মত এসে
কুরআন-হাদীস অমান্য করে খালেদার দাওয়াত কবুল করে।
দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজ প্রকৃত সৎ আলেম-ওলামাদের প্রতিপালন করতে ব্যর্থ হচ্ছে| অমুসলমানদের মত আমারা তাঁদেরকে একটি দুনিয়াবী পেশায় দেখে আসছি। ফলে, কখনো তাদেরকে দাওয়াত করে খাইয়ে খুশি হচ্ছি, আবার কখনো রাগ দেখিয়ে জেলে ভরছি। ছি:,...
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
কই ইমাম বুখারীকে তো শাষক তার ছেলেকে পড়ানোর জন্য ডেকেও পান নি।
আসলে আগের যুগের আলেম/ইমামরা দুনিয়ার স্বার্থে দ্বীনকে বিক্রি করতো না, এখন এটা কোন ব্যাপারি না।
জাজাকাল্লাহু খায়রান।
ধন্যবাদ।
আমি একটি সিরিজ লিখছি। এ বিষয়ে বিস্তারিত লিখবো ইনশাল্লাহ। আমাদের আলেমরা(সকলে নয়)কমার্শিয়াল চিন্তা হতে ইসলামকে বিকৃত করে চলছেন। মাদ্রাসা শিক্ষিত নন এমন কেউ কুরআন হাদীস পড়ুক, ইসলাম সম্পর্কে জানুক- এতেও অনেক তথাকথিত আলেম এর চুলকানি। পাছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়।
আরো বিস্তারিত মন্তব্যের ইচ্ছা, কিন্তু মোবাইলে লগিং করার কারণে সম্ভব হচ্ছে না।
মন্তব্য করতে লগইন করুন