ব্লগে এখন লিখছি না কেন?

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৭ জুন, ২০১৪, ০২:৪২:৪৫ দুপুর

আমি জানি, আমি ব্লগের কোন পীর নই, নই কোন পাঠক প্রিয় ব্লগার। তারপরও করুনা করে কেউ কেউ জানতে চেয়েছেন যে আমাকে ইদানিং ব্লগে দেখা যাচ্ছে না কেন? তাই বলছিঃ

আমি বিভিন্ন কাজে এখন ভীষন ব্যস্ত। তার কয়েকটিঃ

১- দুইটি বোর্ডের জিসিএসই ফাইনাল পরীক্ষার ৩ টা পেপারের পরীক্ষক, একটাতে আবার টীম লীডার।

২- আমার স্কুলের ফাইনাল পরীক্ষা, শত শত খাতা দেখা ও রিপোর্ট তৈরী করা।

৩- স্কুলে ইন্সপেক্টর আসবেন যে কোন সময়, হঠাৎ করে। তার প্রস্তুতি।

৪- মাসিক যাইতূনের প্রথম সংখ্যার প্রস্তুতি- ডিজাইন, এডভার্ট, মার্কেটিং সহ অনেক কাজ।

৫- জুলাই-আগস্ট মাসে আরো কিছু নতুন শিক্ষা প্রজেক্ট চালু হবে তার প্রস্তুতি।

৬- এবং স্বাভাবিক ভাবেই ফুল টাইম স্বামী, দৈনিক বাজার সরকার, ফুল টাইম বাবা- আরো অনেক কিছু। ঘুমেরও সময় কমে গিয়েছে।

তবে, ব্লগে একদিন/দুইদিন পর পর ঢু মেরে দেখি কে কি করছেন বা বলছেন।

কারণ, বিডীটুডে ব্লগকে ভালো লাগে। এখানে না এসে পারা যায়?

সবাইকে রমাজান মোবারক ও অনেক অনেক দোয়া-ভালোবাসা রইলো।

আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239359
২৭ জুন ২০১৪ দুপুর ০২:৫৭
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।আল্লাহ আপনার সকল ব্যস্ততাকে কবুল করুন। আর আল্লাহ আমাকে আপনাকে ও সকল মুমিন মুমেনাকে রমজানের মাধ্যমে গুনামাফ করে নেওয়ার মত নেখায়াত ,ইমানী্‌,এলেমী ও আমোলী যোগ্যতা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:০১
185783
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happyআমিন
239365
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
ইমরান ভাই লিখেছেন : ওয়া আলইকুম আসসালাম। আপনার ব্যাস্ততার কথা শুনে আমরাও ব্যাস্ত হয়ে গেলাম শায়খ Love Struck
স্কুল কোথায় দেশে না বিদেশে?
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
185784
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : জানেন তো- আমাদের দেশ এখন বৃটেন। Winking
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
185787
ইমরান ভাই লিখেছেন : অনেকে প্রশ্ন করে "বাচ্চাকে যে কোথায় পড়াই?"
আপনাদের স্কুলের কথা বলবো ভাবছিলাম কিন্তু Broken Heart
তবে যেখানেই থাকেন আল্লাহ আপনাদের মাধ্যমে নতুন তাওহীদের নবউদ্দম সৈনিক তৈরি করুন আমীন। Love Struck
239370
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : আপনার ব্যাস্ততার কথা শুনে আমরাও ব্যাস্ত হয়ে গেলাম শায়খ
স্কুল কোথায় দেশে না বিদেশে?
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
185785
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ;Winking
239375
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আশা করি আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও লেখা চালিয়ে যাবেন ।

আমাদের লেখালেখির মাধ্যমে সমাজে বিভ্রান্তি ও অনৈক্য বিস্তার করা কারোই উচিত নয় । কারণ এজন্য আল্লাহ আমাদের হাসরের মাঠে পাকড়াও করবেন ।
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
185788
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া, ভাইজান। দোয়া করবেন।
239380
২৭ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা থাকলো।
২৭ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
185792
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া, ভাইজান। দোয়া করবেন।
239393
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আনোয়ার আলী লিখেছেন : আপনার শত ব্যস্ততার মাঝেও আপনাকে চাই। আপনার জন্যে দোয়া রইল। ভাল থাকুন।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
185812
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাদের ভালোবাসার টানেই তো চলে এলাম।
239398
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনার কাজকে সহজ করুন !

কিন্তু লেকচার বাদ দিয়ে ব্লগে ঢুকে পড়েন,তাহলে দেখবেন সময় কিভাবে জানি ম্যানেজ হয়ে গেছে Happy, জাতি আপনার অপেক্ষায় Happy
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
185811
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : লেকচার বাদ দিয়ে এলে চাকুরী থাকবে? বাংলাদেশ হলে তো কথা ছিলো না।

ধন্যবাদ।
239411
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
ছিঁচকে চোর লিখেছেন : যাক এই ফাঁকে অন্তত নিজের ঢোলটা পিটাতে পারলেন। Big Grin Big Grin Big Grin Big Grin প্লিজ ডোন্ট মাইন্ড।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
185815
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ঢোল না থাকলে চোর আসতো না। Rolling on the Floor
239479
২৭ জুন ২০১৪ রাত ১১:১৮
মাটিরলাঠি লিখেছেন :
রমযান মুবারক। Rose Rose Rose Rose
২৮ জুন ২০১৪ সকাল ০৫:৪২
185862
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : রমজান মোবারক
১০
240745
০১ জুলাই ২০১৪ রাত ১০:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার সাথে জেদ্দায় বসে কথা বলে সত্যিই ভাল লেগেছে। আপনার এত ব্যস্ততার মাঝেও ব্লগে ছুটে আসার প্রেমটা সত্যিই সাহিত্যিক ভাবনার ফল। ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ রাত ১১:৪৮
186834
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, জানেন? মনে হয় আবার আপনাদের কাছে ফিরে যাই। খুব ভালো লেগেছিলো। রমাদান কারীম।
১১
240762
০২ জুলাই ২০১৪ রাত ১২:৫১
রাইয়ান লিখেছেন : এর মাঝেও সময় বের করে নিয়মিত লিখবেন , ভাইয়া !
০২ জুলাই ২০১৪ সকাল ০৫:২৭
186884
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম। আসব ইনসাআললাহ।
১২
241975
০৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৯
Anwarulhaque67 লিখেছেন : আপনার মত বিজ্ঞ সমাজ সচেতন লেখকের বড়ই প্রয়োজন।
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৪২
188027
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ইয়া আল্লাহ, আমার মত অধমের কথা কে শুনবেন?
১৩
242162
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনার কাজকে সহজ করুন! আমিন।
১৪
248977
২৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৫
গ্যাঞ্জাম খান লিখেছেন : ওস্তাদ! আপনাদের মত সেলিব্রিটিদের অনুপস্থিতিতে ব্লগটা কেমন যেন রসহীন পানসে পানসে লাগে।
২৯ জুলাই ২০১৪ রাত ০১:২১
193585
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : না ভাই, আমি সেলেব্রেটি হব কেন? তবে, আপনাদের সোহবাতে থাকলে ভালো লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File