ব্লগে এখন লিখছি না কেন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৭ জুন, ২০১৪, ০২:৪২:৪৫ দুপুর
আমি জানি, আমি ব্লগের কোন পীর নই, নই কোন পাঠক প্রিয় ব্লগার। তারপরও করুনা করে কেউ কেউ জানতে চেয়েছেন যে আমাকে ইদানিং ব্লগে দেখা যাচ্ছে না কেন? তাই বলছিঃ
আমি বিভিন্ন কাজে এখন ভীষন ব্যস্ত। তার কয়েকটিঃ
১- দুইটি বোর্ডের জিসিএসই ফাইনাল পরীক্ষার ৩ টা পেপারের পরীক্ষক, একটাতে আবার টীম লীডার।
২- আমার স্কুলের ফাইনাল পরীক্ষা, শত শত খাতা দেখা ও রিপোর্ট তৈরী করা।
৩- স্কুলে ইন্সপেক্টর আসবেন যে কোন সময়, হঠাৎ করে। তার প্রস্তুতি।
৪- মাসিক যাইতূনের প্রথম সংখ্যার প্রস্তুতি- ডিজাইন, এডভার্ট, মার্কেটিং সহ অনেক কাজ।
৫- জুলাই-আগস্ট মাসে আরো কিছু নতুন শিক্ষা প্রজেক্ট চালু হবে তার প্রস্তুতি।
৬- এবং স্বাভাবিক ভাবেই ফুল টাইম স্বামী, দৈনিক বাজার সরকার, ফুল টাইম বাবা- আরো অনেক কিছু। ঘুমেরও সময় কমে গিয়েছে।
তবে, ব্লগে একদিন/দুইদিন পর পর ঢু মেরে দেখি কে কি করছেন বা বলছেন।
কারণ, বিডীটুডে ব্লগকে ভালো লাগে। এখানে না এসে পারা যায়?
সবাইকে রমাজান মোবারক ও অনেক অনেক দোয়া-ভালোবাসা রইলো।
আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্কুল কোথায় দেশে না বিদেশে?
আপনাদের স্কুলের কথা বলবো ভাবছিলাম কিন্তু
তবে যেখানেই থাকেন আল্লাহ আপনাদের মাধ্যমে নতুন তাওহীদের নবউদ্দম সৈনিক তৈরি করুন আমীন।
স্কুল কোথায় দেশে না বিদেশে?
আমাদের লেখালেখির মাধ্যমে সমাজে বিভ্রান্তি ও অনৈক্য বিস্তার করা কারোই উচিত নয় । কারণ এজন্য আল্লাহ আমাদের হাসরের মাঠে পাকড়াও করবেন ।
কিন্তু লেকচার বাদ দিয়ে ব্লগে ঢুকে পড়েন,তাহলে দেখবেন সময় কিভাবে জানি ম্যানেজ হয়ে গেছে , জাতি আপনার অপেক্ষায়
ধন্যবাদ।
রমযান মুবারক।
মন্তব্য করতে লগইন করুন