এক গ্রাম্য গরীব মুয়াজ্জিনের অনেক লম্বা-উচু ঘাড়
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ মে, ২০১৪, ০৪:২৮:৪৭ রাত
হাদীসে আছে যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের ঘাড় সবচেয়ে উচু হবে (মুসলিম ৩৮৭)। তার মানে হলো তাঁরা খুবই সম্মানিত হবেন। ঘাড় নিচু মানে হলো অসম্মানিত হওয়া। আর ঘাড় উচু মানে হলো সম্মানিত হওয়া। আল্লাহ পাক বিচারের দিনে মুয়াজ্জিনদের অনেক উচু সম্মান দিবেন।
নিচের ঘটনা পড়ে বলুন তো এই গরীব গ্রাম্য মুয়াজ্জিনের ঘাড় কত উচু হবে?
তিনি খুব নামাজী, বিনয়ী ও গরীব। কিন্তু কারো কাছে হাত পাতেন না। গ্রামের লোকজন তাকে গ্রামের মসজিদের মুয়াজ্জিনের চাকুরী দিলেন। কিন্তু তিনি বললেন- আযান দিয়ে আমি বেতন নিব না। কিন্তু লোকজনের চাপাচাপিতে তিনি রাজী হলেন। অনেক বছর তিনি অত্যন্ত সুন্দরভাবে তাঁর ওপর দেওয়া দায়িত্ব পালন করেছেন। তার বেতন-ভাতা নিয়ে কোনদিন কারো সাথে কোন আপত্তি করেন নি।
মৃত্যুর আগে তিনি তাঁর ছেলেকে ডেকে বললেনঃ আমি এতো দিন মুয়াজ্জিনের চাকুরী করে যে বেতন পেয়েছি তার একটা পয়সাও খরচ করি নি। সব জমা আছে। আমার ঐ জমির ওপর যে মসজিদটা হচ্ছে এই টাকা সব যেন ওখানে দিয়ে দেওয়া হয়।
ডঃ সালাম আজাদী ভাইয়ের গ্রামের বা পাশের গ্রামের ঘটনা। তিনি যখন বলছিলেন তখন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিলো। আমিও স্বাভাবিক থাকতে পারি নি।
বলুন তো আল্লাহ পাকের কাছে এই গ্রাম্য গরীব মুয়াজ্জিনের ঘাড় কত্তো উচু হবে? (আল্লাহ, তুমি তাকে বিনা হিসাবে জান্নাতে দিও)।
=========
বিষয়: বিবিধ
১৭৯২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবুল কালাম আজাদ জানে, মানে ও বিশ্বাস করে যে 'মুতা' বিবাহ জায়েয নেই।
তো ঐ লম্বাগলার মুয়াজ্জিন সাহেবকি জিরাফের মত মগ ডালের লতাপাতা খেয়ে বেঁচে ছিলেন?
মন্তব্য করতে লগইন করুন