'নারীরা আমার ভালোবাসার পাত্র'
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০২ এপ্রিল, ২০১৪, ০৫:১৭:৫৩ বিকাল
আমি আবুল কালাম আজাদ যদি বলিঃ
'আমি নারীদেরকে ভালোবাসি' বা 'নারীরা আমার ভালোবাসার পাত্র' সাথে সাথে অনেকেই 'ফাল' মেরে উঠবেন- বলে কি মোল্লা !! কারণ আমার মুখ দিয়ে এমন 'ফাজিল' কথা মানায় না।
জানেন?
ফাজলামি করছি না, আমি আবুল কালাম আজাদ সত্যি নারীদেরকে ভালোবাসি, যেমনভাবে ভালোবাসতেন আমাদের মহানবী (স)। তিনি বলেছেনঃ
إنَّما حُبِّبَ إلىَّ من دنياكم النساءُ والطِّيبُ وجُعِلَت قُرَّةُ عيني في الصلاةِ
الراوي: أنس بن مالك المحدث: البيهقي - المصدر: السنن الكبرى للبيهقي - الصفحة أو الرقم: 7/78
তোমাদের দুনিয়ার কয়েকটা জিনিস আমার কাছে খুব প্রিয় করে দেওয়া হয়েছেঃ নারী, সুগন্ধী এবং নামাযের মধ্যে রয়েছে আমার চোখের মনি'।
মনে রাখতে হবে, নারীদেরকে ভালোবাসা মানেই রোমান্টিক বা জৈবিক সম্পর্ক নয়। এই ভালোবাসার মানে হলো মূল্যায়ন, মর্যদা ও কেয়ার।
রাসূলুল্লাহ (স) এর এ কথার ঐতিহাসিক মূল্য হলোঃ
যে সমাজে মেয়ে নারীদেরকে চরমভাবে ঘৃণা করা হতো, নিজের টুকটুকে মেয়ে জীবন্ত কবর দিতো সে সময়ে রাসূলুল্লাহ (স) এর মত এক মহান মানব এসে বললেন- নারীরা আমার ভালোবাসার পাত্র। এতে সেই সমাজের নারীরা ফিরে পান তাদের মূল্যবান জীবন ও সম্মান।
এভাবে তিনি সমাজের নারীদেরকে সম্মানপূর্ণ ভালোবাসার মর্যদা দিয়েছেন, নিজের মেয়েদেরকে ভালোবেসে বলেছেন- ফাতিমা আমার কলিজার টুকরো, আর স্ত্রীদেরকে চোখের মণি মনে করতেন। কারণ আল্লাহ পাক নিজেই তাঁকে ও আমাদেরকে এই দোয়া করতে শিখিয়ে দিয়েছেনঃ
(وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً) [الفرقان: 74]
এবং যারা বলেনঃ ও আমাদের প্রভু, আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে আমাদের চোখের মণি দান কর এবং আমাদেরকে ইমাম বানাও মুত্তাক্বীদের (সূরা আল-ফুরকানঃ ৭৪)।
যাকে যত বেশী ভালোবাসা যায় তাকে ততবেশী মূল্যায়ন করা যায় ও যত্ন নেওয়া যায়।
ইসলাম নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করেনি, করেনি দাসী ও কাজের মেয়ে হিসাবে। ইসলাম নারীদেরকে দিয়েছে ভালোবাসা, প্রেম ও সম্মান।
যে সমস্ত মুসলমানরা নারীদেরকে অবমূল্যায়ন করেন, ব্যবহার করেন বা শুধু উপভোগ করেন তারা ইসলামের শিক্ষা জানেন না বলেই তা করেন। এর জন্যে ইসলাম দায়ী নয়, বরং ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতাই দায়ী।
আগের লেখা ছিলোঃ আসছে মাসিক পত্রিকা যাইতূনঃ আপনিও আসুন
বিষয়: বিবিধ
২০৮১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কিন্তু নারী আর সুগন্ধী পরস্পর বিরোধী। ধর্মে নারীর সুগন্ধী ব্যাবহার নিষিদ্ধ।
করায়ত্ব মানে কি????
Sahih International: O Prophet, indeed We have made lawful to you your wives to whom you have given their due compensation and those your right hand possesses from what Allah has returned to you [of captives]
Pickthall: O Prophet! Lo! We have made lawful unto thee thy wives unto whom thou hast paid their dowries, and those whom thy right hand possesseth of those whom Allah hath given thee as spoils of war
Shakir: O Prophet! surely We have made lawful to you your wives whom you have given their dowries, and those whom your right hand possesses out of those whom Allah has given to you as prisoners of war
Mohsin Khan: O Prophet (Muhammad SAW)! Verily, We have made lawful to you your wives, to whom you have paid their Mahr (bridal money given by the husband to his wife at the time of marriage), and those (captives or slaves) whom your right hand possesses - whom Allah has given to you,
একদম হাচা কথা।
আচ্ছা ওস্তাদ! মাইয়াগোরে 'পাত্রী' বানান যায় না?
পাত্রই রাখেন আপাতত। একটু আগাইলে পাত্রী বানাইয়েন।
তাই শুধু ভাল লাগলো ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : প্রতি মন্তব্য নং ৫ :হুম, কিতাব বুঝতে হলে বাংলাদেশের মানুষের মত মুসলমানের ঘড়ে জন্ম নিতে হয়, যারা প্রচন্ড অসৎ, ধোকাবাজ এবং স্বাক্ষরজ্ঞানহীন হয়েও কিতাবের অর্থ ১৬ আনা বুঝে ফেলে!!! @ আজাদী
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
হুম, কিতাব বুঝতে হলে বাংলাদেশের মানুষের মত মুসলমানের ঘড়ে জন্ম নিতে হয়, যারা প্রচন্ড অসৎ, ধোকাবাজ এবং স্বাক্ষরজ্ঞানহীন হয়েও কিতাবের অর্থ ১৬ আনা বুঝে ফেলে!!! @ আজাদী
আর হেয় ্প্রতিপন্ন করলে শয়তান কেখুশি করা হয় ।
ইসলামবিরোধীরা নারীকে পণ্য হিসেবেই ভাবে, ভোগের সামগ্রী মনে করে। তাই নারীকে সুরক্ষার দেয়ার জন্য ইসলাম এর পর্দা প্রথার ঘোর বিরোধী তারা।
মন্তব্য করতে লগইন করুন