খাঁটি কথা বলার জন্যে মুখ খারাপ করার দরকার নেই

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৪ মার্চ, ২০১৪, ০৫:৩১:৪৭ বিকাল

হ্যাঁ, আপনি যা বলছেন তা হয়ত ১০০% সঠিক।

তবে, মনে রাখতে হবে, এই খাঁটি কথাটি অন্যকে বলার জন্যে বা লেখার জন্যে মুখ খারাপ করার দরকার নেই বা দরকার নেই তা অরুচিকরভাবে বলার ।

আপনাকে যদি কেউ গালিও দেন, আপনি একজন ভালো মানুষ হলে তার উত্তরে আপনি তাকে গালি দিবেন না। আপনার যতই রাগ হোক না কেন, আপনাকে সে রাগ নিয়ন্ত্রণ করে পরিমিত শব্দ ব্যবহার করতে হবে।

আমাদের মহানবী (স) এর মত খাটি মানুষ কতো খাটি কথা বলেছেন। তাকে কত লোক কত কষ্ট দিয়েছে। জীবন নিতে চেয়েছে। তাই বলে তিনি কখনো কোথাও কোনদিন কারো সামনে মুখ খারাপ করেন নি।

সত্যকে সব সময় সুন্দর ভাষায় বলাটাই ইমানের দাবী। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর গুণটা সব সময় আমল করার তৌফিক দেন।

== আগের লেখা ছিলোঃ যেখানেই মুসলিম সেখানেই ময়লা??!!

বিষয়: বিবিধ

২৭৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192199
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : না, এটা কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলিনি।
192219
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
গৃহস্থের কইন্যা লিখেছেন : আপনি বলেছেন- আমাদের মহানবী (স) এর মত খাটি মানুষ কতো খাটি কথা বলেছেন। তাকে কত লোক কত কষ্ট দিয়েছে। জীবন নিতে চেয়েছে। তাই বলে তিনি কখনো কোথাও কোনদিন কারো সামনে মুখ খারাপ করেন নি।

আমার জানতে ইছ্ছে করে- আবু জাহেলের আসল নাম কি??
১৪ মার্চ ২০১৪ রাত ১০:০২
143156
সাদাচোখে লিখেছেন : আবু জাহেলের নাম ছিল উমর বিন হিশাম / হাশাম। ইসলাম পূর্ব সময়ে মক্কার মানুষরা তাকে ডাকতো 'আবু হাকাম' মানে জ্ঞানের পিতা। ইসলামের আগমন পরবর্তী যুগে - ইসলামকে সত্য জেনেও তার বিরোধিতা ও নিষ্ঠুরতার জন্য তার নিক নাম 'আবু হাকাম হতে আবু জাহাল' এ পরিবর্তনের সাথে এ লিখার লিখকের এ্যাপিল কোথায়, কিভাবে কন্ট্রাডিক্ট করলো?
১৫ মার্চ ২০১৪ রাত ১২:০৪
143186
গৃহস্থের কইন্যা লিখেছেন : ইসমাল যে সত্য এ ধারনা আপনি কোথ্থেকে পেলেন! ইসলাম গ্রহন করা, না করা ব্যাক্তির পছন্দের বিষয়। কেউ ইসলাম গ্রহন না করলেই তাকে আবু জাহেল বলতে হবে কেন? আর নিষ্ঠুরতা মোহাম্মদ নিজেও কন করেন্নি। প্রতিপক্ষের নাম বিকৃত করাই কি মোহাম্মদের শিক্ষা @ সাদাচোখ?
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৩
145818
ইমরান ভাই লিখেছেন : সত্য বোঝার পরেও যারা গৃহস্থের কণ্যার মতো অবুঝ থাকে সত্যকে গ্রহণ করে না তারাই জাহেল=মুর্খ। তাই এই নামের কোন সমস্যা নাই।
192226
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আবেগের ঠেলায় যখন মাথার মগজে জোয়ার এসে যায় বিবেগ তখন ডিপ ফ্রিজে চলে যায়।
আর তখনই বোধ হয় মাথায় গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়।
192227
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
কিন্ত আমাদের দেশের অসুবিধা হলো মুখ খারাপ এবং বদরাগি দেরই আমরা জ্ঞানি মানুষ বলে মনে করি। বিশেষ করে শিক্ষকদের জন্য এটি বেশি প্রযোজ্য। যে শিক্ষক যত রাগি অভিভাবকরা তাকে ততই ভাল মনে করেন।
192251
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
জেদ্দাবাসী লিখেছেন : যারা ইসলামের পক্ষে লিখেন সেই ভাইদের জন্য গুরুত্তপূর্ন শিক্ষনিয় পোস্ট। আপনার সাথে একমত "সত্যকে সব সময় সুন্দর ভাষায় বলাটাই ইমানের দাবী। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর গুণটা সব সময় আমল করার তৌফিক দেন " আমীন

যাজ্জাকাল্লাহ খায়ের


192283
১৪ মার্চ ২০১৪ রাত ১০:০৩
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ - সুন্দর আখলাক গঠনে সচেতন করার জন্য।
192302
১৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ- সুন্দর আখলাক গঠনে সচেতন করার জন্য।
192304
১৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
192314
১৪ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
মাটিরলাঠি লিখেছেন : "সত্যকে সব সময় সুন্দর ভাষায় বলাটাই ইমানের দাবী। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর গুণটা সব সময় আমল করার তৌফিক দেন।" -আ-মী-ন।

যাযাকাল্লাহু খাইরান।

১০
192468
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ভালো লাগল। জাযাকাল্লাহ খইরান।
১১
193785
১৮ মার্চ ২০১৪ রাত ০২:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যকে সব সময় সুন্দর ভাষায় বলাটাই ইমানের দাবী। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর গুণটা সব সময় আমল করার তৌফিক দেন।

অল্পতে অনেক শিক্ষণীয় কথা বলেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File