মেয়েদের বোরকা এবং মুরগীর খাচা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৬:৩৬ সকাল

ইসলামে মেয়েদের বোরকা পরা নিয়ে আধুনিক কালে কতো না কথা শোনা যায়। এর মধ্যে একজন ভালো শিক্ষিত লোকের মুখে একটা বিদঘুটে ও নিচু মানের মন্তব্য শুনে আমার মনটা তিতিয়ে উঠলো। তিনি বললেনঃ মেয়েদেরকে বোরকা পরা দেখলে তার কাছে মনে হয়- তাদেরকে মুরগীর খাচার মধ্যে আটকানো হয়েছে। কি একটা অন্যায় আচরণ মেয়েদের সাথে!!

আমি তাকে একটু শান্ত করে বললামঃ ভাই, বোরকাটাকে মুরগীর খাঁচার সাথে তুলনা করার আগে কয়েকটা বিষয় বিবেচনা করার দরকার ছিলোঃ

১- এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক সূরা আল-আহযাবের ৫৯ নং আয়াতে বলেছেনঃ يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا ﴿الأحزاب: ٥٩﴾

হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের স্ত্রীদেরকে যে তারা যেন তাদের ওপর দিয়ে জিলবাব ঝুলিয়ে দেন। এটা করলে তাদেরকে অপেক্ষাকৃতভাবে কম চেনা যাবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ হচ্ছেন খুব ক্ষমাশীল ও দয়ালু।

যারা আল্লাহ ও রাসূল (স) এ বিশ্বাস করেন তারা আল্লাহর আদেশ পালন করেন।

২- তার মানে হলোঃ যারা বোরকা পরেন তারা নিজেদেরকে অনেক নিরাপদ রাখতে পারেন।

৩- এই বোরকা পদ্ধতি মেয়েদের জন্যে শাস্তি নয়, বরং গোনাহ না হওয়া ও গোনাহ মাফের উপায়।

৪- নারীর নিরাপত্তা, সম্মান ও আভিজাত্য বজায় রাখার জন্যে বোরকার প্রচলন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ করুণা। যে কারণে যে সমাজে বোরকা নেই সে সমাজে ধর্ষণ অনেক বেশী। মুম্বাই শহরে এ বছর ধর্ষণ বেড়েছে ৭১% ভাগ। অথচ সৌদি আরবে মেয়েরা বোরকা পরে অফিস-আদালত-বিশ্ববিদ্যালয় করছে সেখানে ধর্ষনের কোন দুর্ঘটনাই নেই।

৫- যারা নিজের মুরগীকে খেকশিয়াল, বেজী ও খাটাশের হাতে তুলে দিতে চান না তারাই তাদের মুরগীকে খাচায় পুরে রাখেন। যে চাষা এটা করেন সেই চাষাকে সবাই চালাক বলেন।

অথচ সম্ভ্রান্ত মুসলিম মেয়েরা নিজেদের ইজ্জত-সম্মান ও আভিজাত্য বজায় রাখার জন্যে নিজের ইচ্ছায় নিজেকে ঢেকে বাইরে গেলে আমাদের এতো আপত্তি থাকবে কেন?

যারা সুবিবেচক তারা কোনদিন মেয়েদের বোরকা পরাকে মুরগীর খাঁচার সাথে তুলনা দিতে পারেন না। এটা একেবারেই কুরুচি পুর্ণ। বোরকাপরা মেয়েরা যদি এই ধরণের অবিবেচক লোভী পুরুষদেরকে লোভী ও ক্ষুধার্ত খেকশিয়ালের সাথে তুলনা দেন তাহলে কেমন শোনা যাবে?

বোরকা শুধু আল্লাহভক্ত মুসলিম মহিলারাই পরেন না, বরং ভদ্র অনুশীলনকারী খৃষ্টান মেয়েরাও বোরকা পরেন। এটাকে কোন পুরুষ তাদের ওপর চাপিয়ে দেন না, এটাকে মহিলারা আল্লাহ পাকের আদেশ মনে করেই করেন।

আগের লেখা ছিলোঃ আপনার বউকে আপনি বলে সম্বোধন করুন

বিষয়: সাহিত্য

২৬৯৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181036
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২২
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এই ব্লগের দ্বিতীয় বছরে পা দিলাম আজ।
এই ব্লগের সৃজকদেরকে বিশেষ শুকরিয়া জানাই এবং তাদের জন্যে দোয়াকরি। অনেক ত্যাগ করে এই ব্লগটা তারা তিলেতিলে করে গড়ে তুলছেন। আমার ও অন্য সকল ব্লগারদের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও শুভকামনা।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
133897
সজল আহমেদ লিখেছেন : Correct.
181040
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৫০
তহুরা লিখেছেন :

২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৮
133849
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমরা চাই না কোন মেয়েকে নষ্ট করতে এবং এটাও চাই না যে আমাদের মেয়েকে কেউ নষ্ট করুক। তাই আমরা বোরকা পরাকে সমর্থন করি।
181044
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৫
ইমরান ভাই লিখেছেন : ইসলামের যেকোন বিষয় হলেই সেটার বিরোধীতা করতোই হবে
এই মনভাব নিয়ে এরা সদা সর্বদা ব‍্যাস্ত। এদের মা,বোনকে ধর্ষন করলে এরা তার ফাসি চায় কিন্তু অন‍্যর মা,বোনকে ধর্ষন করলে এরা ধর্ষকের জন‍্যে সাফাই গায়।

এই লোক গুলোকেই বোরকা পড়ানো উচিত।

ধন‍্যবাদ শায়খ
জাজাকাল্লাহু খায়রান।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
133961
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : যারা আল্লাহ ও রাসূল (স) এর বিরোধিতা করেন তারা খুবই অবিবেচক।
181049
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
133962
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক ধন্যবাদ।
181056
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৭
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : ভাল লাগল
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
133963
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি।
181161
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর যুক্তিযুক্ত কথা ভালো লাগলো! মেয়েদের ভালো লাগলে আরো ভালো হতো....
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
134099
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, আপনার জানা মেয়েদেরকে এটা পোস্ট করে দিতে পারেন।
181219
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
সজল আহমেদ লিখেছেন : ইমরান ভাই ঠিক বলেছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
134193
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
181376
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫০
134613
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy Happy
181608
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩০
কানিজ ফাতিমা লিখেছেন : কালাম ভাই , ওনার দেখায় একটু ভুল হয়েছে - হিজাব মুরগীর খাচা না এটাকে মুরগীর পালক বলা যেতে পারে - কারণ -
১. খাচা মুরগীর চলাচল বন্ধ করে - আর হিজাব এসেছে যাতে নারীরা বাইরে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য

২. পালক মুরগীর সৌন্দর্য বৃদ্ধি করে - বাইরের আবহাওয়া আর ক্ষতিকর জীবানু থেকে বাঁচিয়ে তার গতিবিধিকে নির্বিঘ্ন করে - যেমনটি হিজাব করে

পলকহীন মুরগী খুব একটা নিরাপদ নয়
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০১
134259
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : খুব সুন্দর বলেছেন। হিজাব মুরগীর খাঁচা নয়, মুরগীর পালক। কি সুন্দর!!
১০
182154
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৬
বিন হারুন লিখেছেন : মুরগিকে খাঁচায় দেখলে শিয়াল মামার বড়ই খারপ লাগে Sad
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৪
135276
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
১৫ মার্চ ২০১৪ সকাল ০৫:২৮
143224
সাদাচোখে লিখেছেন : এটাই ফ্যাক্টস্‌। সমাজের শেয়াল মামারা তাই বিভিন্ন ধান্দার পাশাপাশি পরামর্শের পশরা ও সাজিয়ে বসেন।
১১
182185
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
মুমতাহিনা তাজরি লিখেছেন : খুব ভালো লাগলো।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৫
135277
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File