আপনার বউকে 'আপনি' বলে সম্বোধন করুনঃ বহুত ফায়েদা হবে
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৩:২১ বিকাল
বউকে কোন ব্যাটা আপনি বলে সম্বোধন করে? হ্যাঁ, আগের যুগে বউরাই স্বামীকে 'আপনি' বলে সম্বোধন করতেন।
আবুল কালাম আজাদ কি তাহলে সে চাকা ঘুরিয়ে দিতে চান? যেহেতু আগে বউরা স্বামীকে আপনি বলতেন, তাই এখন স্বামীরা তাদের বউদেরকে 'আপনি' বলে ডাকতে হবে? না। আসলে, গত সপ্তাহের একটা ঘটনাকে কেন্দ্র করে এই প্রস্তাবনা।
আমার স্ত্রী এক বাসা থেকে ঘুরে এসে বললেনঃ 'জানো, এক ভাবী বলেছেন যে যদি কোন স্ত্রী তার স্বামীকে 'আপনি' বলে সম্বোধন করে, সেই সংসারে ঝগড়া অনেক কম হয়'।
এই কথা শুনে সেই সন্ধায় আমার এক বন্ধুকে বললামঃ চাচুজী, তোমার সংসারকে পরম সুখী ও স্বাচ্ছন্দ করে দেওয়ার একটা ম্যাজিক পেয়েছি। আপনাদের মধ্যে আর তেমন কোন ঝগড়া-ঝাটি হবে না।
উনি খুব আগ্রহ নিয়ে আমার নব আবিষ্কৃত ফ্রি ম্যাজিক পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়লেন।
আমি বললামঃ আজ থেকে আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন আপনাকে 'আপনি' বলে সম্বোধন করবেন। তিনি এতে খুব ভয় পেয়ে বললেনঃ "সর্বনাশ, যে টুকু বাকী ছিলো, তাও এবার যাবে!! আমি তো তাকে এটা বলতে পারবো না। তবে, আমিই বরং তাকে, মানে আমার বউকে, আপনি করে বলা শুরু করতে পারি"।
আমি বললাম, এ ব্যাপারে তো আমার কোন ইলেম নেই। তবে, ঢাকা আলিয়া মাদ্রাসার এক কালের প্রধান মুহাদ্দিস মাওলানা অজিউল্লাহ সাহেব বলতেনঃ এই তোরা জানিস? আমার বিবিকে আমি কোন দিন 'তুমি' বা 'তুই' বলে ডাকিনি। আমি সারাজীবন তাকে 'আপনি' বলে ডাকি। কারণ, তিনি হলেন আমার সন্তানদের 'মা'।
আমার জানা মতে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এক অধ্যাপকও তার স্ত্রীকে 'ক্বারী সাহেব' ও আপনি বলে ডাকতেন।
এ কথা শুনে আমার বন্ধু সাথে সাথে উনার স্ত্রীকে বললেনঃ ওগো, আজ থেকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত আমি আপনাকে আপনি করে ডাকবো ও কথা বলব। এতে নাকি আমাদের মধ্যে কোন ঝগড়া হবে না।
আমি দুই সপ্তাহ গুনছি। দেখি ম্যাজিকে কোন কাজ হয় কি-না। তবে, আপনাদের অভিজ্ঞতা থাকলে তাও শেয়ার করুন।
(এটা কিন্তু একেবারেই সত্যি ঘটনা অবলম্বনে লেখা)।
আগের লেখা ছিলোঃ বাহাত্তরটি মুসলিম দল বিশ্বাস করে- আপনি দোযখে যাবেন
বিষয়: সাহিত্য
২৩৯৫ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ইংরেজি ভাষায় এবং আরবী ভাষায়?
আমরা এখন কিভাবে রিপোর্ট করবো?
তবে, তুমিতে যে সমস্যা আছে, তা বোধ হয় অনেকেই স্বীকার করবেন।
স্যার ব্লগিং এ মন্তব্য নিয়ে একটি পোষ্টের অপেক্ষায় এখনও আছি।
মন্তব্য নিয়ে একটি টিপস দিবেন আপনি তাই অপেক্ষায়।
চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই। কাজ না হলে সুবোধ বালকের মত ক্ষমা চেয়ে নিবেন।
মন্তব্য করতে লগইন করুন