আপনার বউকে 'আপনি' বলে সম্বোধন করুনঃ বহুত ফায়েদা হবে

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৩:২১ বিকাল

বউকে কোন ব্যাটা আপনি বলে সম্বোধন করে? হ্যাঁ, আগের যুগে বউরাই স্বামীকে 'আপনি' বলে সম্বোধন করতেন।





আবুল কালাম আজাদ কি তাহলে সে চাকা ঘুরিয়ে দিতে চান? যেহেতু আগে বউরা স্বামীকে আপনি বলতেন, তাই এখন স্বামীরা তাদের বউদেরকে 'আপনি' বলে ডাকতে হবে? না। আসলে, গত সপ্তাহের একটা ঘটনাকে কেন্দ্র করে এই প্রস্তাবনা।

আমার স্ত্রী এক বাসা থেকে ঘুরে এসে বললেনঃ 'জানো, এক ভাবী বলেছেন যে যদি কোন স্ত্রী তার স্বামীকে 'আপনি' বলে সম্বোধন করে, সেই সংসারে ঝগড়া অনেক কম হয়'।

এই কথা শুনে সেই সন্ধায় আমার এক বন্ধুকে বললামঃ চাচুজী, তোমার সংসারকে পরম সুখী ও স্বাচ্ছন্দ করে দেওয়ার একটা ম্যাজিক পেয়েছি। আপনাদের মধ্যে আর তেমন কোন ঝগড়া-ঝাটি হবে না।

উনি খুব আগ্রহ নিয়ে আমার নব আবিষ্কৃত ফ্রি ম্যাজিক পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়লেন।

আমি বললামঃ আজ থেকে আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন আপনাকে 'আপনি' বলে সম্বোধন করবেন। তিনি এতে খুব ভয় পেয়ে বললেনঃ "সর্বনাশ, যে টুকু বাকী ছিলো, তাও এবার যাবে!! আমি তো তাকে এটা বলতে পারবো না। তবে, আমিই বরং তাকে, মানে আমার বউকে, আপনি করে বলা শুরু করতে পারি"।

আমি বললাম, এ ব্যাপারে তো আমার কোন ইলেম নেই। তবে, ঢাকা আলিয়া মাদ্রাসার এক কালের প্রধান মুহাদ্দিস মাওলানা অজিউল্লাহ সাহেব বলতেনঃ এই তোরা জানিস? আমার বিবিকে আমি কোন দিন 'তুমি' বা 'তুই' বলে ডাকিনি। আমি সারাজীবন তাকে 'আপনি' বলে ডাকি। কারণ, তিনি হলেন আমার সন্তানদের 'মা'।

আমার জানা মতে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এক অধ্যাপকও তার স্ত্রীকে 'ক্বারী সাহেব' ও আপনি বলে ডাকতেন।

এ কথা শুনে আমার বন্ধু সাথে সাথে উনার স্ত্রীকে বললেনঃ ওগো, আজ থেকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত আমি আপনাকে আপনি করে ডাকবো ও কথা বলব। এতে নাকি আমাদের মধ্যে কোন ঝগড়া হবে না।

আমি দুই সপ্তাহ গুনছি। দেখি ম্যাজিকে কোন কাজ হয় কি-না। তবে, আপনাদের অভিজ্ঞতা থাকলে তাও শেয়ার করুন।

(এটা কিন্তু একেবারেই সত্যি ঘটনা অবলম্বনে লেখা)।

আগের লেখা ছিলোঃ বাহাত্তরটি মুসলিম দল বিশ্বাস করে- আপনি দোযখে যাবেন

বিষয়: সাহিত্য

২৩৯৫ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176704
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
রাইয়ান লিখেছেন : বাহ , দারুনতো ! এই ম্যাজিকটা যদি শিখে নিত সবাই ! Day Dreaming
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
129851
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এটা আপনাদের মহামান্য স্ত্রীদেরকে পড়তে দিবেন না। লুকিয়ে লুকিয়ে আমল করবেন।
176707
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
পলাশ৭৫ লিখেছেন : রাইয়ান লিখেছেন : বাহ , দারুনতো ! এই ম্যাজিকটা যদি শিখে নিত সবাই !
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
129852
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কিছু বলুন !!
176708
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাভাষায় নাহয় আপনি সম্বোধন করা গেল।
কিন্তু ইংরেজি ভাষায় এবং আরবী ভাষায়?
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
129854
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এটা বাংগালী ফতোয়া। আরবি ও ইংরেজীতে ফতোয়া দেওয়ার লোক আছে। আপনার স্ত্রী আরব বা ইংরেজী হলে (ফিস ছাড়া) প্রাইভেট ভাবে যোগাযোগ করত পারেন। হা হা হা।
176709
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : এত গোপন টিপস শিখিয়ে দিলেন? Big Grin দুই সপ্তাহ পর সবাই যেন রিপোর্ট করে Loser Bee Bee Bee Praying Praying Praying
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
129855
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমিও অপেক্ষায় আছি, বোন!!
176712
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
শফিউর রহমান লিখেছেন : আমি এমন এক দম্পতিকে জানি যারা উভয়ে উভয়কে আপনি করে সম্বোধন করতেন। তাদের মধ্যে একজন বার্ধক্যজনিত কারনণে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে অভিমান বশতঃ কথা-বার্তা বন্ধ হতে দেখা গেছে, তার বেশী কিছু দেখি নি।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
129858
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তাহলে তো ম্যাজিকের পক্ষে কিছু দলীল পাওয়া গেল!!
176718
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর লিখেছেন
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
129867
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ধন্যবাদ। দরকার হলে বা সুযোগ থাকলে ঔষুধটা কাজে লাগাতে পারেন।
176722
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইজান..আজ থেকে আগামী সাত দিন জারিফার মাতাকে আমিও আপনি বলে ডাকাডাকি করবো..দেখি কি রেজাল্ট পাই।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
129871
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, জামাল ভাই, করেন। তবে, ডাক্তারের নামটা ভাবীকে বলবেন না, দয়া করে।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
129879
সিটিজি৪বিডি লিখেছেন : আপাতত ডাক্তারের নাম বলা যাবে না। যদি সুফল পাই তাহলে এই ডাক্তারের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে.....বাহার ভাইকেও এই বিষয়ে শেয়ার করব।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
129881
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ঠিক আছে। তবে, বাহার ভাই যেন কপি রাইট ঠিক রাখেন।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
129900
উম্মু রাইশা লিখেছেন : ভাই,আপনার ভাবীর সাথে আবার কি হল যে আপনি বলতে হবে?
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
130097
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জামাল সাহেবও কি বৌ-জামাই "ঝগড়া" রোগে আক্রান্ত নাকি?
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
130592
শফিউর রহমান লিখেছেন : তার মানে জারিফার মাতার সাথে আপনার ঝগড়া হয়...
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫১
130836
সিটিজি৪বিডি লিখেছেন : একটু ঝগড়া হলে ভালবাসার টানটা আরো বেশী হয়।
176726
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : সব্বাই শুধু বিবাহিতদের নিয়ে লেখে।
আমরা এখন কিভাবে রিপোর্ট করবো?
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
129882
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ইচোড়ে না পেকে আগে ভাগে কিছু শিখে রাখো। সময় এলে কাজে লাগিও।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
129883
আওণ রাহ'বার লিখেছেন : ধন্যবাদ স্যার জাজাকাল্লাহু খাইরান।
176732
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আলোর আভা লিখেছেন : আমি এক স্বামী স্ত্রী কে দেখেছি তুই করে বলতে তাদের ঝগড়া হয় না ।তাহলে কি তুমিতেই সমস্যা !
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
129889
সিটিজি৪বিডি লিখেছেন : আমার এক প্রবাসী বন্ধু আমাদের সামনে বউকে তুমি বলে..আমরা না থাকলে তুই বলে......একদিন তাদের কথা শুনে ব্যাপক মজা পেয়েছিলাম।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
129890
সিটিজি৪বিডি লিখেছেন : আমার এক প্রবাসী বন্ধু আমাদের সামনে বউকে তুমি বলে..আমরা না থাকলে তুই বলে......একদিন তাদের কথা শুনে ব্যাপক মজা পেয়েছিলাম।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
129911
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ব্যাপারটা একটু যাচাই করা দরকার। যদি তা ঠিক হয় তাহলে তো ম্যাজিকের সুর পাল্টাতে হবে।
তবে, তুমিতে যে সমস্যা আছে, তা বোধ হয় অনেকেই স্বীকার করবেন।
১০
176733
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আওণ রাহ'বার লিখেছেন : [পোষ্ট বহির্ভূত মন্তব্যটি করছি এর জন্য প্রথমেই দুঃখিত বলছি]
স্যার ব্লগিং এ মন্তব্য নিয়ে একটি পোষ্টের অপেক্ষায় এখনও আছি।
মন্তব্য নিয়ে একটি টিপস দিবেন আপনি তাই অপেক্ষায়।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
129909
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : মনে করিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। দেখি, আগামী সপ্তাহে ছুটি আছে। কিছু করা যায় কি-না।
১১
176752
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
ডাক্তার রিফাত লিখেছেন : সহমত Happy
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
130109
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
১২
176769
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
অন্য চোখে লিখেছেন : আমার বউ আমাকে আপনি করেই ডাকেন, ঝগড়া চলে সবসময়, আমিও যদি আপনি করে ডাকি তাহলে সেই ঝগড়া বন্ধ হবার সম্ভবনা আছে তাই রিস্কটা নিলামনা
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
130098
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : "অন্যের চোখে" দেখা বাদ দেন। নিজের চোখের জ্যেতি খরচ করতে চেষ্টা করে দেখুন। অন্যের চোখে দেখার কারণেই কি আপনি ঝগড়াটেপ্রিয় লোক কিনা!!
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
130110
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : দেখুন না একটা বার।
চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই। কাজ না হলে সুবোধ বালকের মত ক্ষমা চেয়ে নিবেন।
১৩
176950
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যদিও বা আবিস্কারটা নতুন। তবে আমি এই থ্যারাপিটা অনেকদিন আগে প্রেক্টিস করেছিলাম। এই থ্যারাপিতে ভিটামিনের পরিমাণ (মাঝে মধ্যে মেডামও সম্ভোধন করে থাকি) একটু বেশী ছিল কিনা জানি না। তবে আমাকে কেমন যেন একটু সন্দেহের চোখে দেখা হতো। তাই একান্ত সন্দেহের উর্ধে থাকার জন্য এই প্রেক্টিসটা শুধুমাত্র দু'জন যখন একাকী থাকি তখনই চর্চা করি। তার পরেও সন্দেহের উপর পাল্টা আমার সন্দেহ সৃষ্টি হয়।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
130108
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ম্যাজিক ভালোভাবে খেলতে না পারলে কিন্তু যাদুকর মারা পড়তে পারেন। এজন্যে, এই বটিকা খেতে হলে বুঝেশুনে খাওয়া উচিত।
১৪
177264
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
133966
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Good Luck Happy
১৫
181045
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৬
ইমরান ভাই লিখেছেন : ভাল টিপস কাজে লাগবে ইনশাল্লাহ Big Grin Big Grin
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
133964
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
১৬
188866
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
জোনাকী আলো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Thumbs Up Applause Applause Applause Thumbs Up Thumbs Up
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
140151
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কাজে লাগাবেন কিন্তু
১৭
193029
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File