১২ মাসেই পাল্টে যাবে চরম অসুস্থ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ জানুয়ারি, ২০১৪, ০৩:১৭:১২ দুপুর
এক বছরেই বাংলাদেশ ভালো হয়ে যাবে?
বিশ্বাস হচ্ছে না। হবার কথাও নয়। কারণ বিষয়টা অনেক জটিল।
কিন্তু আরো জটিলতা হলো যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার ও সমাধান করা দরকার তারা করছেন না। সরকার ও ক্ষমতাসীন দল মনে করছেন না যে দেশে কোন সমস্যা আছে। তাদের চোখে দেশে এখন একটাই সমস্যা, তাহলো বিরোধীদলের কর্মকান্ড। বিরোধী দল মনে করছেন- ক্ষমতাশীন সরকার ও দলই এখন দেশের বড় সমস্যা। সাধারণ জনগণ মনে করছেন তারা মারাত্মক সমস্যায় আছেন। কিন্তু তাদের মুখ খোলার সুযোগ নেই।
এভাবে দেশের মানুষের একেকজনের কাছে শুনবেন একেক রকমের সমস্যা।
কিন্তু আমরা সবাই জানি, অনেক সমস্যার কিন্তু একটা মূল কারণ থাকে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা এই মূল কারণটাই চিহ্নিত করতে পারি নি, বা এ ব্যাপারে একমত হতে পারি নি। এ নিয়ে বাজারে, চায়ের দোকানের, টক শো'তে, পত্র-পত্রিকায় নানা রঙ ও ঢং এর কথা শোনা যায়। অযথা বিতর্ক করতে দেখা যায়।
আমি কোন আতেঁল বা বুদ্ধিজীবি নই। একজন চিন্তিত ও কষ্ট-ক্লিষ্ট নাগরিক হিসাবে কিছু প্রস্তাব করতে চাইঃ
১- বিভিন্ন স্তরে সবাই এক সাথে বসার পরিবেশ ও সংস্কৃতি তৈরী করা দরকার।
২- কে করবেন? আমি, আপনি ও আমরা। আমরা যে যেখানে আছি সেখান থেকেই, আজকেই এই কাজটা শুরু করা দরকার।
৩- যদি আশাকরি, অন্যেরা এটা করবেন, তাহলে এটা কোনদিন হবে না। য়ামরা সবাই যদি মনে করি, আমাকেই আমার ভূমিকা পালন করতে হবে, তাহলে দেখবেন খুব অল্প সময়েই এটা সম্ভব হবে।
৪- একটা ব্যাপারে সবাই একমত হওয়া দরকার যে আমরা একটা সুখী ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।
৫- আমাদের সব সমস্যাগুলো সামনে এনে দেখা দরকার যে এগুলোর মধ্যে আসল সমস্যাগুলো কি।
৬- এবার, অন্যকে দোষারোপ না করে নিজেরাও যে সমস্যার জন্য দায়ী সে কথা স্বীকার করা দরকার।
৭- যে জাতিগুলো উন্নত হয়েছে বা হচ্ছে তাদের কাছ থেকে, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ কোরানে মহানবী (স) এর কথা কম বলে ইতিহাস ও অন্যান্য নবী ও জাতির কথা অনেক বেশী বলেছেন। যাতে করে আমরা শিক্ষা নিতে পারি।
৮- নিজেদের সমস্যা নিজেরা বুঝে নিজেরা সমাধান করার চেষ্টা করা দরকার। ভাড়া করা বুদ্ধি দিয়ে কোন জাতি উন্নত হয়নি।
৯- সমস্যা দেশের। তাই সমাধানও করতে হবে দেশের সবাইকে নিয়ে। একজন বা একটি মাত্র দল এই সমস্যার সমাধান করতে পারবে না।
১০- নির্মূল তত্ত্ব নয়, নির্মলা-তত্ত্ব প্রয়োগ করে এক যোগে এক সাথে ধাপে ধাপে আগাতে হবে।
ফলে দেখা যাবে- ইনশা-আল্লাহ
১ বছরেই বাংলাদেশ হয়ে গিয়েছে এক নতুন সুখী দেশ।
কি শান্তি !!!
আমার আগের লেখা ছিলোঃ ভারত চায় বাংলাদেশ হোক একটা তলাবিহীন ঝুড়ির দেশ হোক
বিষয়: রাজনীতি
১৭৭৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু পরিবার থেকে শুরু করে সরকার কেউই সমতায় আগ্রহি নয়। পরিবারে যেমন বড়ভাই চায় ছোট ভাই কে উত্তরাধিকারের সম্পদে বঞ্চিত করতে সেরকম রাষ্ট্রিয় ক্ষেত্রেও ক্ষমতাধারি চায় বিরোধিদের নির্মুল করতে।
দেশটা অসুস্থ হলে সবাই যে অসুস্থ হয়ে যান এটা সবাইকে বুঝতে হবে।
অনেক ধন্যবাদ রিদওয়ান ভাই।
বিস্তারিত পড়ুন.....।
Click this link
কিন্তু আমি ব্যক্তিগতভাবে আওয়ামী এ সরকার আসার পর হতে, তাদের সব কাজ কর্মের আলোকে ও বিচার বিশ্লেষন করে কোন ভাবেই মেলাতে পারিনি যে, এ দেশটাকে কোন বাংলাদেশী ভালবেসে যত্নে লালন পালন করছে।
বরং পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে - এ দেশ নামক সন্তানতাকে - সন্তানের সব চেয়ে বড় শত্রুর হাতে বুঝিবা আমরা সমর্পন করে দিয়েছি - যে প্রতিজ্ঞা করেছে - দেশ নামক এ সন্তানকে ধ্বংশ করবেই করবে। এমতাবস্থায় ঐ ধ্বংশ কারীনীর হাত হতে কি আপনি আপোষে এ দেশকে রক্ষা করতে পারবেন?
আমার মনে হয় - সে সময় ক্ষেপন - ইতোমধ্যে সন্তানটা আই সি ইউতে পৌছে গেছে - আপনি আরো সময় নিলে - ওটার লাশ বই অন্য কিছু পাবার সম্ভাবনা কম। এ অবস্থায় এ খুনী বিমাতার কাছ হতে সন্তান উদ্ধারের জন্য চাই পুলিশি টাইপ এ্যাকশান - যা হবার নয়।
ধন্যবাদ লিখার জন্য। আজ কোটি কোটি মানুষের বুক ফাটছে - কিন্তু তারা অক্ষম - কারন আমাদের জন্য যথার্থ কর্ম নির্দেশ নেই। যেখানে এখন দরকার অপারেশান করার - সেখানে নির্দেশ আসে ঝাড় ফুঁকের। সো মরন শিউরে এসে দাড়িয়েছে।
মন্তব্য করতে লগইন করুন