'আরেকবার জন্ম নিলে মা হয়ে জন্মাবো'

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৪ অক্টোবর, ২০১৩, ০৬:১০:৩৭ সন্ধ্যা

আমার বাবা ডাঃ আব্দুল করীম একজন নামাযী মুসলমান ছিলেন। তিনি পূণর্জন্মে বিশ্বাসী ছিলেন না। কিন্তু তারপরও তিনি একদিন বলেছিলেনঃ

"আরেকবার জন্ম নিলে মা হয়ে জন্মাবো"।

তিনি নিশ্চয় এটা মজা করে বলেছিলেন। তবে, তাঁর মনের গভীরে কোন না পাওয়ার অনুভূতি থেকে তিনি বলেছিলেন কি-না জানি না।

কারণ, আমরা ছয় ভাই আম্মাকে এতো ভালোবাসতাম যে ঈদের আগে বা বিদেশ থেকে ফেরার সময় গিফট কিনতে গেলেই দেখা যেত, আম্মার জন্যে কেনা গিফটা আব্বার গিফটের চেয়ে দাম বেশী।

এটা যে আব্বাকে কম ভালোবাসার জন্যে হতো তা নয়; কিন্তু বাস্তবে এটাই হতো- মায়েরটা দেখতেও সুন্দর, দামেও বেশী।

মার প্রতি এতো টান, শ্রদ্ধা আর ভালোবাসা দেখে বাবার একটু ঈর্ষা হতো।

তারা দু'জনেই এখন পাশাপাশি কবরে শুয়ে আছেন। কিন্তু বাবা মনে হয় জানেন না যে, আমরা এখনো তাদের জন্যে কাঁদি। তবে, তবে আমাদের চোখের পানি তাদের দু'জনের জন্যে সমানভাবেই ঝরে, যার মূল্য দুজনের জন্যেই সমান।

এবং বাবাকে বলব-

তুমি বাবা হয়েই থাকো। তুমি বাবাতেই সুন্দর ও অদ্বিতীয়। আর মা মা'তেই অতুলনীয়।

=== আগের লেখাঃ 'মনে হয় আমি এখনো ২৫ বছরের যুবক'

বিষয়: সাহিত্য

১৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File