“মনে হয় আমি এখনো ২৫ বছরের এক যুবক”

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ অক্টোবর, ২০১৩, ০১:৫৪:০৮ দুপুর

গতকাল সন্ধ্যায় এক মিটিং এর জন্যে বের হয়েছি। বাসার সামনেই দেখা হলো পাশের বিল্ডিং এর অধিবাসী হাজী আলী সাহেবের সাথে। বয়েস হবে প্রায় ৭৫ বছরের মত। আমাকে পেয়ে জড়িয়ে ধরলেন। সালাম ও ভাব বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম- কেমন আছেন চাচাজী?

তিনি আকাশের দিকে তাকিয়ে বললেনঃ বাবাজী খুব ভালো আছি। আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। বাবাজী, আমার মনে হয় আমি এখনো ২৫ বছরের এক যুবক।

আমি বললাম, মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে হায়াত আরো বাড়িয়ে দিন। সবসময় ভালো রাখুন।

তখন চাচাজী বললেনঃ “বাবাজী, শোনেন, আমার অনেক বয়েস হয়েছে। কিন্তু আমি ফজরের জামায়াতে সব সময় মসজিদে যাই। আমি সবার আগে গিয়ে মসজিদের তালা খুলে বাতি জ্বালাই। মুয়াজ্জিন আসার আগে সব ঠিক ঠাক করে রাখি। এগুলোর বরকতেই আল্লাহ মনে হয় আমাকে অনেক ভালো রেখেছেন”।

======== আগের লেখা: মুড়ি-চানাচুর এবং এক ফোটা বিষ

বিষয়: সাহিত্য

১৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File