কড়া ঝাল, টাটকা সরিষার তেল ও কুচিকুচি কাচা পেয়াজে মাখা মুড়ি-চানাচুর এবং এক ফোটা বিষ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:১৮:৪৬ বিকাল

কড়া ঝাল, টাটকা সরিষার তেল ও কুচিকুচি কাচা পেয়াজে মাখা মুড়ি চানাচুর চিবিয়ে চিবিয়ে খেতে ভীষন মজা লাগে। আমার এক ইরাকী-বৃটিশ বিজ্ঞানের ডক্টর কলীগও এখন এই মাখানো চানাচুরের অনেক ভক্ত।

এটা খুব মজা লাগে। তবে, স্বাস্থ্যের বিচারে তা মনে হয় খুব উপকারী নয়। একটু বেশী খেলে এটা এক পর্যায়ে বিষাক্তও হতে পারে।

আমার মনে হয়, এর চেয়ে আরো মজাদারএকটা জিনিস আছে। বলতে পারেন সেটা কি?

আমার মনে হয়- সেটা হলো অগোচরে অন্যের দোষটা মাখামাখি করে বলাবলি করা।

আমরা সময়ে অসময়ে অন্যের একচোট নেয়াকে খুব এঞ্জয় করি। চানাচুরের চেয়েও মজাদার। মনে হয়, এটা করে আমার মনের ঝালটা ভালো করে মিটিয়ে নিলাম।

ঝাল খেয়ে যেমন লালায়িত জিহবাকে একটু জব্দ করি, গীবত বা পরচর্চা করেও যেন হিংসা ও ক্রোধান্বিত মনটাকেও একটু ঝালমুক্ত (ঝালযুক্ত?) করি।

কিন্তু ভুলে যাই যে, এই গীবত-চানাচুরে মেশানো আছে আত্মাকে হত্যা করার বিষ। মজাদার পরচর্চায় লুকিয়ে আছে নিজকে হনন করার জ্বালা।

আসুন, গীবত থেকে বেচে থাকার চেষ্টা করি।

=== আগের লেখা ছিলোঃ মিডিয়ার আরেক কুরুচিঃ 'যৌন জিহাদ'

বিষয়: সাহিত্য

২২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File