বৃটেনে পার্ট টাইম স্বামীঃ মুসলিম বহু বিবাহের ইউরোপিয়ান মডেল
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫০:১০ বিকাল
বেশ কিছু দিন যাবত বৃটেনের কিছু অনলাইন পাতায় একটা নতুন বিষয় যোগ হয়েছেঃ মুসলিম নারীরা পার্ট টাইম স্বামীদের দিকে ঝুকছেন।
কথাটা শুনতেই একটু খটকা লাগে- পার্ট টাইম স্বামী !!
ব্যাপার হলোঃ
অনেক মহিলা আছেন যারা ফুল টাইম কাজ করেন। আগে বিয়ে করেছিলেন। কিছু সন্তানও আছে। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়াতে তালাক নিয়ে ফেলেছেন।
তালাক নেওয়ার পরে টের পেয়েছেন যে এভাবে একা একা কাজ করে বাচ্চা মানুষ করা এতোটা সহজ নয়। তবে, তিনি ফুলটাইম বউ হয়ে অন্যের ঘরেও যেতে চান না। কারণ তাতে তার বাচ্চারা হয়ত আরো ক্ষতিগ্রস্থ হবে, তাকে নতুন স্বামীর মন যোগাতে গিয়ে হয়ত চাকুরীও হারাতে হতে পারে।
তাই বেছে নেন এমন একজন স্বামী যিনি নিজেও বিবাহিত এবং তার কাছে সপ্তাহে মাত্র কয়েকদিন থাকবেন।
এই প্রথায় বহু বিবাহের চুলকানি আছে এমন পুরুষদের জন্যে একটা মওকা মিলে গেলেও বাস্তবে তা কেমন চলবে তা দেখার অপেক্ষায় থাকতে হবে।
খবর দেখুনঃ এখানে চাপ দিন দয়া করে
বিষয়: সাহিত্য
১৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন