দরকার হরতালমুক্ত প্রতিবাদ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৪ আগস্ট, ২০১৩, ০৪:৪৪:০৭ বিকাল

আমি রাজনীতি নিয়ে ভাবি, কিন্তু লিখি না। কারণ আমি সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। তবে, মাঝে মাঝে একজন চিন্তিত নাগরিক হিসাবে কিছু ভাবনা শেয়ার না করেই পারি না।

আমি হরতাল নিয়ে একটু ভিন্নভাবে ভাবি।

হরতাল ছাড়া বহু দেশে রাজনীতি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিপ্লব হচ্ছে।

তাহলে বাংলাদেশে হরতাল ছাড়া রাজনীতি হবে না কেন?

হরতালে কতটুকু লাভ হয় তা নিয়ে প্রশ্ন আছে।

কিন্তু এতে কোন দ্বিমত নেই যে, হরতালে সবার ক্ষতি হয়। যারা হরতাল করেন তাদেরও ক্ষতি হয়।

হরতালের ইসলামী ভিত্তি কি তা নিয়েও একাডেমিক আলোচনা হওয়া দরকার।

দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্যে সচেতন রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও ওলামায়ে কেরামের আছে আমাদের বিনীত প্রশ্নঃ

আমরা কি হরতালের বিকল্প ভাষা ও পদ্ধতি খুঁজতে পারি না?

বিষয়: রাজনীতি

১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File