নাস্তিকরা বা চরমপন্থী সেকুলাররা কি বেশী সাম্প্রদায়িক নন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ জুলাই, ২০১৩, ০৩:৫০:৫০ দুপুর
আমাকে একজন বললেনঃ ডঃ সাহেব, আমাদের সমাজে যারা বেশী বেশী সাম্প্রদায়িকতা ও চরমপন্থীর বিরুদ্ধে বলেন ও লেখেন তারাই তো দেখি বেশী চরমপন্থী ও সাম্প্রদায়িক।
আমি বললামঃ প্রমাণ কি আপনার এই বক্তব্যের?
তিনি বললেনঃ দেখেন, এরা অনেকেই নিজেদেরকে ভালো মুসলমান বলে দাবী করেন। কিন্তু আসলে তারা ভালো মুসলমানদেরকে ঘৃণা করেন ও এড়িয়ে চলেন। তাদেরকে যদি আপনার বাসায় বা আপনার আয়োজনে কোন অনুষ্ঠানে দাওয়াত দেন তাহলে তারা আসবেন না। সেটা ঈদের বা ঈফতারীর দাওয়াত হলেও।
এটা কি চরম সাম্প্রদায়িক মানসিকতার নয়?
আমি বললামঃ আপনার কথায় তো যুক্তি আছে।
তিনি আরো বললেনঃ
আসলে বাংলাদেশে রাজনীতিতে চরম ঘৃণা, হিংসা ও হীনমন্যতায় পেয়ে বসেছে। আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা কিন্তু তাদেরকে ঘৃণা করি না বা এড়িয়েও চলি না। আমরা তাদের সাথে মিশতে চাই, বসতে চাই। আমরা চাই, তারা আমাদেরকে কাছ থেকে দেখুক এবং বলুক আমাদের জীবনে অসংগতি কোথায়?
আমাদেরকে তারা ঘ্রৃণা করবেন কেন?
আমরা তো চুরি-ডাকাতি করি না, মেয়েবাজি করি না, ঘুষ খাই না, গালি দেই না, অন্যকে সাহায্য করি, তাদেরকে পেলে মুখে হাসি দিয়ে হাত মেলাই-বুকও মেলাই--- আরো কত ভালো কাজ করার চেষ্টা করি।
অথচ তারা আমাদেরকেই এড়িয়ে চলেন, ঘৃণা করেন, আমাদেরকে নিয়ে বিষোদগার করেন। এরপরও আমরা সাম্প্রদায়িক? আমরা চরমপন্থী?
বিষয়: রাজনীতি
১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন