মিশরে কি গৃহযুদ্ধ আসন্ন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৮ জুলাই, ২০১৩, ০২:৫৩:২১ দুপুর
মুরসীর সমর্থকরা প্রেসিডেনশিয়াল গার্ড ক্লাবের পাশে অবস্থান ধর্মঘট করছেন।
আজ সকালে, সোমবার ৮ই জুলাই ২০১৩, ফজরের নামাযরত মুসল্লীদের ওপর সেনাবাহিনী নির্বিচারে গুলি করে।
এই মাত্র খবরে বলছে যে ৪২ জন নিহত হয়েছেন এবং কয়েকশত আহত হয়েছেন।
এটা খুব ভালো লক্ষণ নয়। যদি এভাবে চলতে থাকতে তাহলে মিশরেও গৃহ যুদ্ধ বেধে যেতে পারে। এতে লাভবান হবে ইসরাঈল।
কারণ, মুরসী ক্ষমতায় আসার পর ইসরাঈল মারাত্মক হুমকির মুখে ছিলো। তারা ধরে নিয়েছিল যে একটি শক্তিশালী মুরসী সরকার মানেই একটি শক্তিশালী ফিলিস্তিন।
তাই, ইসরাঈল মিশরীয় সেনবাহিনীকে লেলিয়ে দিয়েছে। আজ গণহত্যা চালিয়েছে। ইখওয়ান ও অন্যান্য ইসলামী দল সহ সবাই সতর্ক না হলে এই দেশেও গৃহ যুদ্ধ বেধে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও সেই আশংকা প্রকাশ করেছেন।
একটি স্থিতিশীল সুখী মিশর মানে সারা দুনিয়ার মুসলমানদের জন্যেও অনেক কিছু।
দোয়াকরি, আল্লাহ পাক যেন এই দেশ ও জনগণকে যাবতীয় সমস্যা ও ক্ষতি থেকে হেফাজত করেন। আমীন।
বিষয়: রাজনীতি
১৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন