গাজীপুরের গাজী !!এবং স্বয়ং প্রধানমন্ত্রীরই পরাজয়
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৭ জুলাই, ২০১৩, ০৫:৩০:৫৬ সকাল
অধ্যাপক আব্দুল মান্নানকে আমি নব্বইর দশক থেকেই চিনি আমার এক বন্ধুর মাধ্যমে। ১৯৯১ সালের খালেদার ক্যাবিনেটে ধর্ম প্রতিমন্ত্রী হলেও এবারই মনে হলো তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচতি পেলেন।
জনগণের রায়ে তিনিই আজ গাজীপুরের গাজী- ভোটযুদ্ধে-জয়ী।
লোকের তাই জয় বাংলা না বলে বলেছেন- জয় মান্নান হাজী।
কিন্তু আসলে জয়ী কে?
প্রথমতঃ ব্যক্তিগতভাবে অধ্যাপক আব্দুল মান্নান এক ভদ্র মানুষ। তার কথা বার্তায় রুচি আছে। একজন সুজন হিসাবে তিনি পরিচিত মানুষ। তাকে নির্বাচনী টিকেট দিয়ে ১৮ দল সঠিক কাজটাই করেছে। এই জয়ে তার নিজের ক্যারিশমা অবশ্যই আছে। এটা বলা ঠিক হবে না যে এই পরিস্থিতিতে একটা কলা দাড়ালেও পাশ করে যেত। মান্নান সাহেব কিন্তু সেই কলাগাছ নন।
আসলে এই বিজয় হলো অবহেলিত ও নির্যাতিত সাধারণ মানুষের। এই বিজয় হলো ধৈর্যের বিজয়। এই বিজয় হলো আসল স্বাধীনতাকামী ও প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনার লোকদের বিজয়।
এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজেই এই নির্বাচন তদারকী করেছেন তাই তাঁকে এটা স্বীকার করতে হবে- এটা আজমতের নয়, এটা স্বয়ং প্রধানমন্ত্রীরই পরাজয়।
============ আগের লেখাটা ছিলঃ মিশরঃ রাজনৈতিক ইসলাম কি ব্যর্থ?
বিষয়: রাজনীতি
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন