গল্পঃ মৃত পুকুরের তাজা ইলিশ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৬ জুন, ২০১৩, ০৩:১০:৫৬ রাত

শিহানের ইলিশ মাছ খুব পছন্দ। বিশেষকরে, তা যদি হয় শর্ষে দিয়ে ভূণা। ফাতিমাও খুব ভালো রানতে জানে।

মাঝে মাঝে তাই সে মন দিয়ে ইলিশ শর্ষে রান্না করে। আজ সে দুইটা ইলিশ কিনে এনেছে। একটা বড়। আস্ত রানতে বলেছে। তার একটু ক্লান্ত লাগছে। তারপরও সব কিছু নিজেই কেটে কুটে রেডি করে ফেলেছে।

ফাতিমা ইলিশ চুলায় চড়িয়ে দিয়ে দেখে সারা শরীর ঘেমে গিয়েছে। চুলাটা একটু কমিয়ে দিয়ে বসার ঘরে এলো। ফ্যানটা চালিয়ে দিয়ে সোফায় একটু গা এলিয়ে দিয়ে টিভিটা খুলে দিলো। চ্যানেল ঘুরাতে ঘুরাতে এক জায়গায় এসে থেমে গেল। কেমন যেন পরিচিত এক মুখ। খুব যাদুকরি ভাবে কথা বলে চলেছেন। কিছুক্ষণ পর পর্দায় ভেসে উঠলো তার নাম।

ফাতিমার বুকের গহীন থেকে লম্বা একটা শ্বাস বেরিয়ে এলো। এক দিন যাকে নিয়ে যে নিবিড় স্বপ্ন দেখতো তিনিই আজ তার ঘরে, তবে শুধু ছবি হয়ে!

টিভির পর্দায় তাকিয়ে থেকেই আহত কবুতরের মত বিড়বিড়িয়ে উঠে বললো- এ যেন আমার মৃত পুকুরের তাজা ইলিশ।

একটু হুশ ফিরে পেতেই দেখে কিচেন থেকে ইলিশ পুড়ে ঘন ধোয়া বের হয়ে তার ধবধবে মুখটাকে মলিন করে দিয়ে গেল।

========== আগের গল্পঃ দাদুর প্রেম চর্চা

বিষয়: সাহিত্য

১৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File