দাদুর প্রেম চর্চা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২২ জুন, ২০১৩, ০৫:১৩:০২ সকাল

দাদুর বয়েস প্রায় ৭৬ বছর।

এই বয়েসে এসে তিনি ধরা পড়ে গেলেন-

তিনি নতুন করে প্রেম চর্চা শুরু করেছেন।

গোপনে গোপনে।

রাতের বেলায়।

তাও শেষ রাতে।

দাদী টের পেয়ে গেলেন।

দেখেন, দাদা তার জন্যে ফুফিয়ে ফুফিয়ে কাদছেন।

কিছুক্ষণ পর দাদা বুঝলেন- কেউ এসে পড়েছে।

দাদা কান্না থামিয়ে চোখ মেলে দেখলেন- দাদী !!

দাদী অবাক বললেন- তুমি এই বয়েসে তুমি কি শুরু করলে?

দাদা বললেন- এতোকাল যা করি নি তাই করছি।

এই প্রেমের মজা জীবনে কোনদিন পাইনি।

গভীর রাতে সবাইকে ফেলে তাঁর কাছে ছুটে এসে, দু'ফোটা চোখের পানি ফেলে যে স্বাদ পেয়েছি- বিশ্বাস করো- সারা জীবনে তার কিছুই পাইনি।

তুমি যাও। বিছানায় যাও। আমি আরো একটু কাদি তাঁর জন্যে। আমি তাকেই পেতে চাই। কারণ, তাকে ভুলে তোমাদেরকে যত কাছে টানতে চেয়েছি, তোমরা আমার থেকে দূরে সরে যাও। আর আমি যত কাদি তাঁর জন্যে তিনি ততো বেশী করে আমাকে কাছে কাছে টেনে নিতে চান।

============== আগের লেখাঃ অনুগল্পঃ ভরা পুকুরের শাপলা শালুক

বিষয়: সাহিত্য

১৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File