অনুগল্পঃ ভরা পুকুরের শাপলা শালুক

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ জুন, ২০১৩, ০৫:১৩:৫৯ বিকাল

কিচেনে গিয়ে আমি আজ সকালে একা একাই নাস্তা বানালাম।

শিশুর সহজ পাঠের মত কাজ। রমনা রাতেই টুনা ফিশ ফ্রাই করে রেখেছিল। আমি ওটা বের করে ওভেনে একটু গরম করে নিলাম। দুই পিস রুটি টোস্ট করে ফ্রিজ থেকে লেটুস, টমেটো ও শসা বের করে সুন্দর একটা স্যান্ডুইচ বানিয়ে ফেললাম। আরো কিছু রেসিপি আছে, তা এখন না-ই বললাম। তবে, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি- আমি খুব ভালো স্যান্ডুইচ বানাতে জানি। এটা শুধু আত্ম-প্রশংসার জন্যে বলছি না; রমনা ও তার খুঁতখুঁতে ছোট্ট মেয়েটাও তা স্বীকার করে।

স্যান্ডুইচ শেষ করে এবার পাকা পাচকের মত করে মাধুরীতোলা দুধ চা বানালাম। আমার চায়ের প্রশংসা সবাই করেন। আমার হাতের চায়ের স্বাদই নাকি আলাদা!

তা হলে কি হবে?!

আজকের নাস্তাটা কিন্তু মনে হলো একেবারেই নিরস, পানসে ও অমজাদার। খাবারের স্বাদ শুধু তার চটকতা ও মজাতেই নয়; স্বাদ বাড়ে তার সুখ-সংগ ও পরিবেশনায়ও।

রমনা আজ সকালে এসে নাস্তা দিতে পারেনি। সে খুব ক্লান্ত। মেয়েটা অসুস্থ। দু’রাতে ভালো করে ঘুমাতে পারে নি। আমি সাত সকালে অফিসে চলে যাই বলে সকালের সুখটান দিয়েও একটু ঘুমাবার ফুরসৎ মেলে না তার। তার জন্যে আমার দয়া হয়। কিন্তু তাকে ছাড়া আমার সকালের নাস্তাটাও মনে হয় একেবারেই সুরবিহীন। আসলে, তাকে তো মনে হয় আমার ভরাপুকুরের শাপলা শালুক।

পুনশ্চঃ গল্প এখানেই শেষ। তবে, এটা কি বাস্তব না বানানো- তা নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না কিন্তু!!

================ আগের পোস্ট ছিলোঃ লন্ডনে বউ খুজতেই খরচ হয় ১৩ লাখ টাকা

বিষয়: সাহিত্য

১৫২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File