ডঃ কালাম আজাদের ৩ লাইনের গুচ্ছ ওয়াজঃ পর্ব-২

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ জুন, ২০১৩, ০৫:০৭:০৪ সকাল

৬-

যে দেশের প্রজারা নষ্ট, সে দেশের রাজারা ভালো হয় কিভাবে?

ইবনে আব্বাস বলেছেনঃ যখন আল্লাহ কোন জাতির প্রতি খুশী থাকেন তখন তাদের উত্তম কাউকে দায়িত্ববান বানিয়ে দেন।

আর আল্লাহ কোন জাতির প্রতি নারাজ হলে তাদের বাজে লোকদেরকে তাদের ওপর চাপিয়ে দেন।

৭-

সত্যকে ভালোবেসে কেউ কোনদিন ঠকেন নি।

কিন্তু মিথ্যাকে ভালোবেসে সকলেই এক সময় না এক সময় ঠকেছেন।

তাই, আমাদেরকে সত্যকে অবিচলভাবেই ভালোবেসে যেতে হবে, ক্ষণিকের জন্যে কিছু ঝামেলা হলেও।

৮-

বাঙ্গালীরা দুষ্টু লোকের মিষ্টি কথায় সহজে ভুলিয়া যায়।

তাদের ইতিহাসের কথাও সহজে ভুলিয়া যায়।

(রাগ করবেন না আমার কথায়, দয়া করে)।

৯-

আমাদের মনের কোনায় অনেক কথা ও ভাবনা বুদবুদের মত উকিজুকি দেয়।

এই বুদবুদীয় ভাবনাগুলোর ওপর ভর করে আমরা যেন কিছু প্রকাশ না করি বা চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেই।

কারণ, এতে অনেক সময় আমরা লজ্জিত হয়ে যেতে পারি।

১০-

আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বেশী ভালোবাসলে সেই ভালোবাসায় অনেক কষ্ট ও দুশ্চিন্তা দেয়।

আর আল্লাহকে ভালোবেসে মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসায় অনেক তৃপ্তি ও শান্তি দেয়।

সেই ভালোবাসা চাই না, যাতে হয় শুধু কষ্ট ও দুশ্চিন্তা।

বিষয়: বিবিধ

১৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File